ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করুন। অনলাইন ইনকামের সহজ পথ।
অনলাইনে ক্যারিয়ার গড়ার অনেক রাস্তা আছে। পৃথিবীর প্রায় লোক সহজ পথে যেতে চায়।আমরা অনেকেই মনে করি,অনলাইনে আয় মানে যুদ্ধ করা। এ কথাটা একদম ভুল। আমরা অনেকেই জীবনের প্রথমে পিটিসি দিয়ে এনকাম করার চেস্টা করি।অনেকেই আবার ব্যর্থ হই। পিটিসি শুনে অনেকে ভয় পায়। পিটিসি এবার বাদ দিন পিটিসি বাদ দিয়ে এবার ওয়েব সাইট এর মালিক হন। ব্যবস্য/কোম্পানির বিজ্ঞাপন প্রচার করার জন্য বিভিন্ন ধরনের খাত আছে ।ইন্টারনেট কে আরেকটা জগৎ বলা হয়। তাই ইন্টারনেট জগৎ এ বিজ্ঞাপন প্রচার করার জন্য গুগল এডসেন্স ব্যবহার করা হয়। কোনো ব্যবসায়ীগন প্রথমে গুগলের এডওয়ার্ড এ মাধ্যমে বিজ্ঞাপন করে। গুগল বিজ্ঞাপন গুলা প্রচার করে এবং যারা ওয়েবসাইটগন তাদের সাইটে প্রচার করে। এতে ব্যবসায়ীগন গুগলকে যে পরিমানে টাকা দেয় তার কিছু অংশ সাইট মালিকদের প্রদান করে।আমাদের অতি পরিচিত নাম গুগল। গুগল একটি বিখ্যাত একটি কোম্পানি ।গুগল তৈরি করেছে অনলাইনে বিজ্ঞাপন সিস্টেম। যার নাম গুগল এডসেন্স। অনেকেই বলে গুগল এডসেন্স মানে টাকার মেশিন,গুগল এডসেন্স মানেই সোনার হরিন। গুগল এডসেন্স সম্পকে আরো জানতে গুগল এ সার্চ করুন গুগল এডসেন্স লিখে। আগে গুগল বাংলা সাইট কে এডসেন্স বিজ্ঞাপন প্রচার করার অনুমতি দিত না। কিছু দিন আগে বিজ্ঞাপন প্রচার করার অনুমতি দিয়েছে। তাই বাংলাদেশে শিক্ষিত বেকারদের নতুন সুযোগ এনে দিয়েছে গুগল। তাই দেরি না করে এখনি একটি
ওয়েব সাইট তৈরি করুন। আপনি যে বিষয়ে ভাল জানেন সে বিষয় নিয়ে লেখালেখি করুন।
আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করুন।