কারক ও বিভক্তি:কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল

সহজে কারক ও বিভক্তি
চিত্রঃকারক ও বিভক্তি
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকগণ,আজকে আমি নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।পোস্টটি হলোঃকারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল।বাংলা ব্যাকরণে কারক বিভক্তি খুবই সোজা, যদি ভালোভাবে শেখা যায়।শেখাও সহজ যদি থাকে ধোর্য,ইচ্ছা।তাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।বিভিন্ন বই বা ওয়েবসাইট ঘেটেছেন কারক ও বিভক্তি শেখার জন্য?কিন্তু কাজ হয়নি।তাহলে আজকে এই পোস্টটি ভালোভাবে মন দিয়ে পড়ে দেখুন।
যাই হোক,আজ আমি আমার সবোর্চ্চ চেষ্টা দিয়ে সহজে বোঝাবো।আগে কারক  তারপর বিভক্তি শেখা উচিৎ।
হয়ত আপনি জানেন যে, কারক ও বিভক্তি বিভিন্ন চাকরি পরীক্ষায় কতটা গুরুত্বপূর্ণ।উদাহরণ হিসেবে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৮০টি প্রশ্নের ভেতর সর্বনিম্ন ২টি প্রশ্ন আসে।আর আপনি যদি কারক ও বিভক্তি পেরে থাকেন তাহলে আপনার পরীক্ষায় অমূল্য ২ নাম্বার পেয়ে যাবেন।কারক ও বিভক্তি সম্পর্কে আপনারা পাঠ্য বই বা বাংলা ২য় ব্যাকরণ থেকে কিছু জ্ঞান লাভ করে নিবেন।

কারক নির্ণয়ের সহজ কৌশলঃ

কারক কি বা কাকে বলে?

বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে।

কারক কত প্রকার?

কারক ৬ প্রকার। যথাঃ
  1. কর্তৃকারক।
  2. কর্মকারক।
  3. করণ কারক।
  4. সম্প্রদান কারক।
  5. অপাদান কারক।
  6. অধিকরণ কারক।
নিচের সংজ্ঞাগুলি যদি মাথায় ঢুকিয়ে ফেলতে পারেন তাহলে কারক আপনার কাছে খুব সোজা হয়ে যাবে।


ক্রিয়াকে "কে বা কারা" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক।


ক্রিয়াকে "কী/কাকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই কর্মকারক।

ক্রিয়াকে "কী দ্বারা,কী দিয়ে,কী উপায়ে" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই করণ কারক।

'কাকে দান করা হল’ প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক। অথবা যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেয়া হয়, তাকে সম্প্রদান কারক বলে।

ক্রিয়াকে "কোথা হতে/কোন উৎস" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই অপাদান কারক।

ক্রিয়াকে "কোথায়,কিসে,কখন" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই অধিকরণ কারক।

এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ক্রিয়া কি?ক্রিয়া কাজকে বোঝায়।ক্রিয়াকে ইংরেজিতে Verb বলা হয়ে থাকে।কারক নির্ণয়ের ক্ষেত্রে বাক্যে ক্রিয়া চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমি ভাত খাই-এ বাক্যে "খাই" হলো ক্রিয়া
আমি গান গাই-এ বাক্যে "গাই" হলো ক্রিয়া
ছেলেরা ফুটবল খেলছে-এ বাক্যে "খেলছে" হলো ক্রিয়া
নামাজ পড়-এ বাক্যে "পড়" হলো ক্রিয়া
সে প্রতিদিন স্কুলে যায়-এ বাক্যে "যায়" হলো ক্রিয়া
বাচ্চাদেরকে ভালোবাসে-এ বাক্যে "ভালোবাসো" হলো ক্রিয়া
রাজু বই পড়ে-এ বাক্যে "পড়ে" হলো ক্রিয়া
আমি রাজশাহী যাব--এ বাক্যে "যাব" হলো ক্রিয়া
আকাশে চাঁদ উঠিয়াছে-এ বাক্যে "উঠিয়াছে" হলো ক্রিয়া
আষাঢ়ে বাদল নামে--এ বাক্যে "পড়" হলো ক্রিয়া
উট চলছে মরুর দেশে--এ বাক্যে "চলছে" হলো ক্রিয়া
উপরের উদারহনগুলো দেখে বুঝে নাও ক্রিয়া কি।
...............কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল............
Tag:প্রশ্ন,mcq,,মনে রাখার কৌশল,অনুশীলন,pdf,পিডিএফ

কর্তৃকারকঃ

১.সে ফুটবল খেলে-এখানে "সে" কোন কারক?
উত্তরঃ কর্তৃকারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কে বা কারা" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক।উপরের বাক্যে "খেলে" হলো ক্রিয়া।কে খেলে?সে।তাই সে হলো কর্তৃকারক।
২.ছেলেরা ফুটবল খেলছে-কোন কারক?
উত্তরঃ কর্তৃকারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কে বা কারা" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক।উপরের বাক্যে "খেলছে" হলো ক্রিয়া।কে খেলছে?ছেলেরা।তাই ছেলেরা হলো কর্তৃকারক।
৩.কৃষক মাঠে ধান কাটে-কোন কারক?
উত্তরঃ কর্তৃকারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কে বা কারা" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক।উপরের বাক্যে "কাটে" হলো ক্রিয়া।কে কাটে?কৃষক।তাই কৃষক হলো কর্তৃকারক।

কর্মকারকঃ

১.আল্লাহকে ডাক-এখানে "আল্লাহকে" কোন কারক?
উত্তরঃ কর্মকারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে"কী/কাকে"দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই কর্মকারক।উপরের বাক্যে ক্রিয়া হলোঃ"ডাক" কাকে ডাক?আল্লাহকে। তাই আল্লাহকে কর্মকারক।
২.তারা গান গায়-কোন কারক?
উত্তরঃ কর্মকারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কী/কাকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই কর্মকারকএখানে"গায়"হলো ক্রিয়া।কী গায়?গান।তাই গান হলো কর্মকারক।
৩.সে ভাত খাচ্ছে-কোন কারক?
উত্তরঃ কর্মকারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কী বা কাকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই কর্মকারক।এখানে"খাচ্ছে"হলো ক্রিয়া।কী খাচ্ছে?ভাত।তাই ভাত হলো কর্মকারক।
................কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল...........
Tag:প্রশ্ন,mcq,,মনে রাখার কৌশল,অনুশীলন,pdf,পিডিএফ

করণ কারকঃ

১.এ কলম দিয়ে ভালো লেখা হয় না-কোন কারক?
উত্তরঃ করণ কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কী দ্বারা,কী দিয়ে,কী উপায়ে" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই করণ কারক।"লেখা"হচ্ছে এখানে ক্রিয়া।কী দ্বারা ভালো লেখা হয় না?এ কলম।তাই এ কলম করণকারক।
২.লাঠি দিয়ে সাপ মেরেছি-কোন কারক?উত্তরঃ করণ কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কী দ্বারা,কী দিয়ে,কী উপায়ে" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই করণ কারক।"মেরেছি"হচ্ছে এখানে ক্রিয়া।কী দ্বারা  মেরেছি?লাঠি।তাই লাঠি করণকারক।৩.চোখ দিয়ে দেখ-"চোখ" কোন কারক?
উত্তরঃ করণ কারক।ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কী দ্বারা,কী দিয়ে,কী উপায়ে" দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।"দেখ"হচ্ছে এখানে ক্রিয়া।কী দিয়ে দেখ ?চোখ দিয়ে।তাই চোখ করণকারক।

সম্প্রদান কারকঃ

১. ভিক্ষুককে বস্ত্র দাও-কোন কারক?
উত্তরঃ সম্প্রদান কারক।
ব্যাখ্যাঃ 'কাকে দান করা হল’ প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক।কাকে দান করা হলো ভিক্ষুককে।তাই ভিক্ষুক সম্প্রদান কারক।
২.জনসেবা মহৎ কাজ-কোন কারক?উত্তরঃ সম্প্রদান কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেয়া হয়, তাকে সম্প্রদান কারক বলে।জনসেবা করলে স্বত্ব ত্যাগ হয়।তাই জনসেবা সম্প্রদান কারক।
৩.সমিতিতে চাঁদা দাও-কোন কারক?
উত্তরঃ সম্প্রদান কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেয়া হয়, তাকে সম্প্রদান কারক বলে।চাদা দিলে স্বত্ব ত্যাগ হয়।তাই সমিতি সম্প্রদান কারক।
................কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল...........
Tag:প্রশ্ন,mcq,,মনে রাখার কৌশল,অনুশীলন,pdf,পিডিএফ

অপাদান কারকঃ

১. জমি থেকে ফসল পাই-কোন কারক?
উত্তরঃ অপাদান কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কোথা হতে/কোন উৎস থেকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই অপাদান কারক।"পাই" এখানে ক্রিয়া।কোন উৎস থেকে পাই?জমি থেকে।তাই জমি অপাদান কারক।
২.তিনি চট্টগ্রাম থেকে এসেছেন-কোন কারক?
উত্তর:অপাদান কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কোথা হতে/কোন উৎস থেকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই অপাদান কারক।"এসেছেন" এখানে ক্রিয়া।কোথা হতে এসেছেন?চট্টগ্রাম হতে।তাই চট্টগ্রাম অপাদান কারক।
৩.গাছ থেকে পাতা পড়ে-কোন কারক?
উত্তরঃ অপাদান কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কোথা হতে/কোন উৎস থেকে" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই অপাদান কারক।"পড়ে" এখানে ক্রিয়া।কোথা হতে পড়ে?গাছ থেকে।তাই গাছ অপাদান কারক।

অধিকরণ কারকঃ

১. পুকুরে মাছ আছে-কোন কারক?
উত্তরঃ অধিকরণ কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কোথায়,কিসে,কখন" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই অধিকরণ কারক।এখানে"আছে" ক্রিয়া।কোথায় আছে?পুকুরে।তাই পুকুর অধিকরণ কারক।
২.রবিন অঙ্কে কাঁচা-কোন কারক?
উত্তরঃ অধিকরণ কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কোথায়,কিসে,কখন" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই অধিকরণ কারক।বাক্যে"কাচা" ক্রিয়া।কিসে কাচা?অঙ্কে।তাই অঙ্কে অধিকরণ কারক।
৩.একাত্তরে যুদ্ধ লেগেছিল-কোন কারক?
উত্তরঃ অধিকরণ কারক।
ব্যাখ্যাঃ আমরা জানি,ক্রিয়াকে "কোথায়,কিসে,কখন" দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায তাই অধিকরণ কারক।বাক্যে"লেগেছিল" ক্রিয়া।কখন লেগেছিল?একাত্তরে।তাই একাত্তরে অধিকরণ কারক।
...............কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল............
Tag:প্রশ্ন,mcq,,মনে রাখার কৌশল,অনুশীলন,pdf,পিডিএফ


বিভক্তি নির্ণয়ের সহজ কৌশলঃ

বিভক্তি কি বা কাকে বলে?
বিভক্তি বলতে,বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত করতে হয়। এই শব্দাংশগুলোকে বিভক্তি বলা হয়ে থাকে।
বিভক্তি কত প্রকার?
বিভক্তি ৭ প্রকার।যথাঃ
  1. ১মা (প্রথমা)
  2. ২য়া (দ্বিতীয়া)
  3. ৩য়া (তৃতীয়া)
  4. ৪র্থী (চতুর্থী)
  5. ৫মী (পঞ্চমী)
  6. ৬ষ্ঠী (ষষ্ঠী)
  7. ৭মী (সপ্তমী)
বিভক্তি শেখার জন্য একটু কষ্ট করে নিচের চার্টটি মনে রাখতে হবে।
প্রথমা
দ্বিতীয়া কে,রে
তৃতীয়া দ্বারা,দিয়ে,কতৃক
চতুর্থী  কে,রে (দ্বিতীয়ার মতো)
পঞ্চমী  হতে,হইতে,থেকে
ষষ্ঠী র,এর
সপ্তমী এ,য়,তে

বিভক্তির নাম লেখার সময় কখনো সংক্ষিপ্ত আকারে লেখা যাবে না। অর্থাৎ তৃতীয়া বিভক্তিকে কখনোই ৩য়া বিভক্তি লেখা যাবে না।

১মা (প্রথমা): 

১.কৃষক মাঠে ধান কাটে-কোন বিভক্তি?
উত্তরঃ প্রথমা বিভক্তি।
ব্যাখ্যা: এখানে"কৃষক" এর সাথে কোন কিছু নেই তাই এটি প্রথমা বিভক্তি
২.দুধে ছানা আছে-কোন বিভক্তি?
উত্তরঃ প্রথমা বিভক্তি।
ব্যাখ্যা: এখানে"ছানা" এর সাথে কোন কিছু নেই তাই এটি প্রথমা বিভক্তি
৩.তিনি ঢাকা ঘুরে এলেন-কোন বিভক্তি?
উত্তরঃ প্রথমা বিভক্তি।
ব্যাখ্যা: এখানে"ঢাকা" এর সাথে কোন কিছু নেই তাই এটি প্রথমা বিভক্তি

২য়া (দ্বিতীয়া):

১.ধোপাকে কাপড় দাও-কোন বিভক্তি?
উত্তরঃ দ্বিতীয়া বিভক্তি।
ব্যাখ্যা: এখানে ধোপার সাথে "কে" যুক্ত আছে তাই এটি দ্বিতীয়া বিভক্তি।
২.দেখে যেন মনে হয় চিনি উহারে-কোন বিভক্তি?
উত্তরঃ দ্বিতীয়া বিভক্তি।
ব্যাখ্যা: এখানে "উহা" এর সাথে "রে" যুক্ত আছে তাই এটি দ্বিতীয়া বিভক্তি।
৩.ডাক্তারকে ডাক-কোন বিভক্তি?
উত্তরঃ দ্বিতীয়া বিভক্তি। ব্যাখ্যা: এখানে "ডাক্তার" এর সাথে "কে" যুক্ত আছে তাই এটি দ্বিতীয়া বিভক্তি।

৩য়া (তৃতীয়া):

১.চোখ দিয়ে দেখ-কোন কোন বিভক্তি?
উত্তরঃ তৃতীয়া বিভক্তি।
ব্যাখ্যা: এখানে "চোখ" এর সাথে "দিয়ে" যুক্ত আছে তাই এটি তৃতীয়া বিভক্তি।
২.লোকটির চোখ দিয়ে পানি পড়ে-কোন বিভক্তি?
উত্তরঃ তৃতীয়া বিভক্তি।
ব্যাখ্যা: এখানে "চোখ" এর সাথে "দিয়ে" যুক্ত আছে তাই এটি তৃতীয়া বিভক্তি।
৩.ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে-কোন বিভক্তি?
উত্তরঃ তৃতীয়া বিভক্তি। ব্যাখ্যা: এখানে "ফেরদৌসি" এর সাথে "কর্তৃক" যুক্ত আছে তাই এটি তৃতীয়া বিভক্তি।
...............কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল............
Tag:প্রশ্ন,mcq,,মনে রাখার কৌশল,অনুশীলন,pdf,পিডিএফ

৪র্থী (চতুর্থী):

আপনারা হয়ত চার্টে খেয়াল করেছেন,দ্বিতীয়া ও চতুর্থী একই রকম।তাহলে কিভাবে চতুর্থী নির্ণয় করবেন?চতুর্থী বিভক্তি শুধুমাত্র সম্প্রদান কারকেই বসে।
১.ভিক্ষুককে বস্ত্র দাও-কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ সম্প্রদানে ৪র্থী।
ব্যাখ্যাঃ 'কাকে দান করা হল’ প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক।কাকে দান করা হলো ভিক্ষুককে।তাই ভিক্ষুক সম্প্রদান কারক।"ভিক্ষুক" এর সাথে "কে' যুক্ত আছে তাই চতুর্থী বিভক্তি।এছাড়া চতুর্থী বিভক্তি শুধুমাত্র সম্প্রদান কারকেই বসে।
২.অসহায়কে খাদ্য দাও-কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ সম্প্রদানে ৪র্থী।
ব্যাখ্যাঃ 'কাকে দান করা হল’ প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক।কাকে দান করা হলো অসহায়কে।তাই অসহায়কে সম্প্রদান কারক।"অসহায়" এর সাথে "কে' যুক্ত আছে তাই চতুর্থী বিভক্তি।এছাড়া চতুর্থী বিভক্তি শুধুমাত্র সম্প্রদান কারকেই বসে।
৩.ভিখারিকে ভিক্ষা দাও-কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ সম্প্রদানে ৪র্থী।
ব্যাখ্যাঃ 'কাকে দান করা হল’ প্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক।কাকে দান করা হলো ভিখারিকে।তাই ভিখারিকে সম্প্রদান কারক।"ভিখারি" এর সাথে "কে' যুক্ত আছে তাই চতুর্থী বিভক্তি।এছাড়া চতুর্থী বিভক্তি শুধুমাত্র সম্প্রদান কারকেই বসে।

৫মী (পঞ্চমী):

১. বাড়ি থেকে মসজিদে গেলাম-কোন বিভক্তি?
উত্তর:পঞ্চমী বিভক্তি।
ব্যাখ্যাঃ এখানে "বাড়ি" এর সাথে "থেকে" যুক্ত আছে তাই এটি পঞ্চমী বিভক্তি।
২.বিমান হতে বোমা ফেলা হলো-কোন বিভক্তি?
উত্তর:পঞ্চমী বিভক্তি। ব্যাখ্যাঃ এখানে "বিমান" এর সাথে "হতে" যুক্ত আছে তাই এটি পঞ্চমী বিভক্তি।
৩.বাড়ি হইতে মসজিদ ১ কিলোমিটার দূর-কোন বিভক্তি?
উত্তর:পঞ্চমী বিভক্তি।
ব্যাখ্যাঃ এখানে "বাড়ি" এর সাথে "হইতে" যুক্ত আছে তাই এটি পঞ্চমী বিভক্তি।
..............কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল............
 Tag:প্রশ্ন,mcq,,মনে রাখার কৌশল,অনুশীলন,pdf,পিডিএফ

৬ষ্ঠী (ষষ্ঠী):

১.যখন পড়বে না মোর পায়ের চিহ্ন-কোন বিভক্তি?
উত্তরঃষষ্ঠী বিভক্তি।
ব্যাখ্যাঃ এখানে "পায়" এর সাথে "র" যুক্ত আছে তাই এটি ষষ্ঠী বিভক্তি।
২.কলমের খোচা দিও না-কোন বিভক্তি? উত্তরঃষষ্ঠী বিভক্তি। ব্যাখ্যাঃ এখানে "কলম" এর সাথে "র" যুক্ত আছে তাই এটি ষষ্ঠী বিভক্তি।
৩.মায়ের কাছে শোনা-কোন বিভক্তি? উত্তরঃষষ্ঠী বিভক্তি।।#
ব্যাখ্যাঃ এখানে "মা" এর সাথে "এর" যুক্ত আছে তাই এটি ষষ্ঠী বিভক্তি।

৭মী (সপ্তমী):

১. ভাতে পেট ভরে-কোন বিভক্তি? উত্তরঃ সপ্তমী বিভক্তি।
ব্যাখ্যাঃ এখানে "ভাতে" এর সাথে "এ" যুক্ত আছে তাই এটি সপ্তমী বিভক্তি।
২.নৌকায় পদ্মা পার হয়-কোন বিভক্তি? উত্তরঃ সপ্তমী বিভক্তি। ব্যাখ্যাঃ এখানে "নৌকা" এর সাথে "য়" যুক্ত আছে তাই এটি সপ্তমী বিভক্তি।
৩.থলিতে মাছ আছে-কোন বিভক্তি? উত্তরঃ সপ্তমী বিভক্তি। ব্যাখ্যাঃ এখানে "থলি" এর সাথে "তে" যুক্ত আছে তাই এটি সপ্তমী বিভক্তি।

কারক ও বিভক্তি নির্ণয়ের সহজ কৌশল


মনে রাখার কৌশল,অনুশীলন,pdf,পিডিএফ
না বুঝলে কমেন্ট করুন।ভালো লাগলে শেয়ার করুন।
Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous November 8, 2019 at 8:52 AM

    খুব সুন্দর লিখছেন

Add Comment
comment url