যেভাবে হাতের লেখা সুন্দর করবেন।
ছাত্রজীবন থেকে শুরু করে চাকরি জীবন পর্যন্ত হাতের লেখা সুন্দর থাকা দরকার। অনেক ছাত্র-ছাত্রী লেখতে গিয়ে কাকের ঠেং-বগের ঠেং লেখে ফেলে। সমাজে অনেক লজ্জাও পেয়েছে তারা। তাদের চেষ্টাও কমতি ছিল না। যদি সঠিক ভাবে চর্চা করা যায় তাহলেই হাতের লেখার পরিবর্তন আনা সম্ভব। নিচে হাতের লেখা পরিবর্তন আনা যায় যেভাবে তা নিয়ে আলোচনা করা হলো:
- বর্নমালা অনুশীলন করুন। প্রতিটি বর্ন কিভাবে লেখা হয়েছে তার ওপর নজর দিন। যেমনঃ 'ব ' অক্ষর টি যদি আপনি ভালোভাবে লিখতে পারেন তাহলে আপনি ক,ধ,ব,ঋ,র ভালো লিখতে পারবেন।
- স্পস্ট ভাবে লিখুন। স্পস্ট লিখলে হাতের লেখা সুন্দর করতে সাহায্য করবে।
- এমন একটি কলম ব্যবহার করুন যেটি আপনার ভালো লাগে।
- হাতের লেখা যদি সমান না হয় তাহলে খাতায় দাগ টেনে অনুশীলন করুন। এছাড়া বাজারে অনুশীলন খাতা পাওয়া যাচ্ছে।
- হাত ও কব্জি নমনীয় করে লিখুন। লেখার সময় কলম শক্ত করে ধরবেন না। এতে আপনার লেখার গতি কমে যায় পরে হাতের লেখা খারাপ হয়ে যায়।
- হাতের লেখা সুন্দর করার জন্য প্রতিদিন অনুশীলন করুন।
আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করুন।