ফেসবুক ইউজার নেম কি?কিভাবে ফেসবুক ইউজার নেম পরিবর্তন করা যায়
যেভাবে ফেসবুক ইউজার নেম সেট করবেন।বর্তমানে সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক।প্রিয়জনদের সাথে আড্ডা দিতে ফেসবুকের বিকল্প কিছু নেই বললেই চলে। কারন বাংলাদেশে সবচেয়ে ফেসবুক বেশি ব্যবহার করা হয়।
ধরুন পুরোনো বন্ধুর সাথে আপনার আলাপ-আলোচনা হলো।পরে আপনি তাকে বললেন: তুমি কি ফেসবুক চালাও? সে বলল: চালাই। আপনি বললেন: ফেসবুকে নাম দিয়েছ কি? আপনার বন্ধু বলল : ফেসবুকে নাম দিয়েছি কামাল হাচান।বাসায় এসে ফেসবুকে কামাল হাচান লিখে সার্চ করে দেখেন হাজার হাজার কামাল হাচান আসছে।এখন আপনার বন্ধু কোনটা খুজে পাওয়া খুবই কষ্টকর।
এরকম সমস্যা যাতে না পড়তে না হয়,সেই জন্য ফেসবুকে এই ইউজার নেম সিষ্টেম।একটি ফেসবুক ইউজার নেম কেবল একজনই ব্যবহার করতে পারবে। ফেসবুকে ইউজার নেমটি লিখে সার্চ অথবা ব্রাউজারে লিখে এন্টার করলে যার ইউজার নেম তার প্রোফাইলটি সো করবে।
ধরুন পুরোনো বন্ধুর সাথে আপনার আলাপ-আলোচনা হলো।পরে আপনি তাকে বললেন: তুমি কি ফেসবুক চালাও? সে বলল: চালাই। আপনি বললেন: ফেসবুকে নাম দিয়েছ কি? আপনার বন্ধু বলল : ফেসবুকে নাম দিয়েছি কামাল হাচান।বাসায় এসে ফেসবুকে কামাল হাচান লিখে সার্চ করে দেখেন হাজার হাজার কামাল হাচান আসছে।এখন আপনার বন্ধু কোনটা খুজে পাওয়া খুবই কষ্টকর।
এরকম সমস্যা যাতে না পড়তে না হয়,সেই জন্য ফেসবুকে এই ইউজার নেম সিষ্টেম।একটি ফেসবুক ইউজার নেম কেবল একজনই ব্যবহার করতে পারবে। ফেসবুকে ইউজার নেমটি লিখে সার্চ অথবা ব্রাউজারে লিখে এন্টার করলে যার ইউজার নেম তার প্রোফাইলটি সো করবে।
যেভাবে ফেসবুক username সেট করবেন।
- ফেসবুক ইউজার নেম সেট করতে প্রথমে এই লিংকে যান।
- আপনি এমন একটি ইউজার নেম দিন যা অন্য কোনো ব্যবহারকারী ইউজার নেমটি সেট করেনি।
- Save changes লেখায় ক্লিক করুন।
এবার আপনার facebook.com/আপনার ইউজার নেম/, আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন।