ভিডিও সাবটাইটেল কি?সাবটাইটেল নিয়ে বিস্তারিত

ভিডিও সাবটাইটেল
ভিডিও সাবটাইটেল কি?

সহজ ভাষায় ভিডিও সাবটাইটেল হলো ভিডিওর নিচে প্রদর্শিত ভাষা অনুবাদক বাক্য।আরো সহজ ভাষায় বলতে গেলে ইংরেজি সিনেমার নিচে যে বাংলা বা অন্য কোনো ভাষা থাকে তাকেই সাবটাইটেল বলে।যা যে কোনো ভাষাকে অন্য ভাষীকে ভিডিও বুঝতে সহজ করে।নিচের ছবিটি দেখে হয়তো বুঝতে পারবেন।

সাবটাইটেল
ভিডিও সাবটাইটেল বহুল ব্যবহ্রত একটি পদ্ধতি।ভিডিও সাবটাইটেল বিভিন্ন ফরমেট হতে পারে।যেমন:srt ও smi ইত্যাদি।

ভিডিও সাবটাইটেল এর সুবিধাঃ

  • ভিডিও সাবটাইটেল এর মাধ্যমে আপনি সহজে ভিডিও বুঝতে পারবেন। 
  • এন্ড্রয়েড ডিভাইস এ সাপোর্ট করে তাই আপনার হাতের স্মার্টফোন দিয়েই সাবটাইটেল ব্যবহার করতে পারবেন।
  • গুগলে যেকোনো সিনেমার সাবটাইটেলের নাম লিখে সার্চ করলে সহজেই ডাওনলোড করতে পারবেন।

কিভাবে সাবটাইটেল ডাওনলোড করা যায়।

সাবটাইটেল ডাওনলোড করার জন্য গুগলে সার্চ করলে হাজারো ওয়েব সাইট পাওয়া যায়। তবে এর মধ্যে বাংলা সাবটাইটেল পাওয়ার জন্য ভালো ওয়েবসাইট তো অবশ্যই আছে।
  1. সাবটাইটেল ডাওনলোড করার জন্য প্রথমে
    এই লিংকে যান।সাবটাইটেল ডাওনলোড করবেন যেভাবে।1
  2. সার্চ বারে আপনার পছন্দের সিনেমার নাম লিখে সার্চ করুন।
    সাবটাইটেল ডাওনলোড করবেন যেভাবে।
  3. ভিডিও কোয়ালিটি অনুযায়ী বাংলা ভাষার  সাবটাইটেল টি ডাওনলোড করুন।
ডাওনলোডকৃত ফাইল টি জিপ আকারে থাকবে আপনাকে আনজিপ করে নিতে হবে।

সাবটাইটেল দিয়ে ভিডিও দেখার উপায়।


  1. প্রথমে আপনার Mx player এ গিয়ে, একটি ভিডিও চালিয়ে মেনু অপশন থেকে Subtitle এ ক্লিক করুন।
    সাবটাইটেল-mx player
  2. সবশেষে "Open" লেখায় ক্লিক করে আপনার সাবটাইটেল টি সিলেক্ট করে দিন আর উপভোগ করুন আপনার পছন্দের মুভি।
    যারা সাবটাইটেল কি জানে না তাদের জানিয়ে দিতে এখন-ই শেয়ার করুন।
Tags:সাবটাইটেল সমস্যা,ডাউনলোড,তৈরি,না মিললে মোবাইলে না মিললে,কোরিয়ান মুভি বাংলা
    Next Post Previous Post
    No Comment
    Add Comment
    comment url