খুব সহজেই তৈরি করুন পার্সোনাল ব্লগ-সাইট।

খুব সহজেই তৈরি করুন পার্সোনাল ব্লগ-সাইট।
এগিয়ে যাচ্ছে দেশ-এগিয়ে যাচ্ছে দেশের মানুষ-এগিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি। এই তথ্য প্রযুক্তির যুগে আপনি কেন পিছিয়ে থাকবেন। বর্তমানে প্রায় লোকই চায় তার একটি ব্লগ-সাইট থাকুক। কেননা ব্লগে নিজের তথ্য,নিজের জ্ঞান প্রকাশ,নিজেকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া আরো কত কি।
নিজের একটি ব্লগ সাইট বানাতে কোন টাকার প্রয়োজন নেই। পৃথিবীর বিক্ষাত প্রতিষ্ঠান গুগল দিচ্ছে ফ্রিতে ব্লগিং করার সুবিধা। এতে আপনার কোন টাকা খরচ হবে না। 

ফ্রিতে ব্লগ সাইট তৈরি করতে আপনার যা যা লাগবে।



  • ফ্রিতে ব্লগ সাইট তৈরি করতে একটি এন্ড্রয়েড/আইফোন/কম্পিউটার লাগবে।
  • blogger সাইট তৈরি করতে ইন্টারনেট সংযোগ লাগবে।
  • ওয়েবসাইট তৈরি করতে ইন্টারনেট ব্রাউজার লাগবে। (Browser,Chrome,Mozila firefox,Puffin e.t.c)
  • ফ্রিতে ব্লগ সাইট তৈরি করতে একটি একাউন্ট বা জিমেইল একাউন্ট লাগবে।
  • ব্লগার সাইট তৈরি করতে মনে বল রেখে ধৈর্য সহকারে কাজ করতে হবে। 

যেভাবে খুব সহজে তৈরি করবেন পার্সোনাল ব্লগ-সাইট।

  1. ওয়েবসাইট তৈরি করতে প্রথমে Crome Browser যান-->জিমেইল লগ ইন করুন-->এড্রেস বারে www.blogger.com লিখে এন্টার বাটনে চাপ দিন। "Create your blog" লেখায় প্রেস করুন।
  1. ব্লগার অথবা গুগল প্লাস প্রোফাইল তৈরি করুন।
  2. প্রথম ঘরে আপনার ব্লগের নাম বা টাইটেল, ২য় ঘরে আপনার ব্লগের নাম ও ৩য় ঘরে থিম(আপনার সাইটের ডিজাইন) নির্বাচন করুন। অবশেষে "Create blog" লেখায় ক্লিক করুন।

আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোস্ট টি শেয়ার করুন। না বুঝলে কমেন্ট করুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url