কিভাবে মার্কশীটসহ পরীক্ষার রেজাল্ট বের করা যায়

মার্কশীট সহ পরীক্ষার রেজাল্ট বের করবেন যেভাবে।

যেভাবেssc(এসএসসি),jsc(জেএসসি),hsc(এইচএসসি) পরীক্ষার রেজাল্ট মার্কশীট সহ বের করবেন। 
তথ্য প্রযুক্তির যুগে এখকার শিক্ষার্থীদের দৌড়া-দৌড়ি করা লাগে না। যদি থাকে, হাতের কাছে স্মার্ট ফোন। বর্তমানে সরকারের নিদিষ্ট ওয়েব-সাইটের মাধ্যমেই জানা যাচ্ছে পরীক্ষার রেজাল্ট। এছাড়া জানা যাচ্ছে এসএমএস এর মাধ্যমে।

যেভাবে মার্কশীট সহ পরীক্ষার রেজাল্ট বের করবেন:

এই পদ্ধতিতে আপনি পরীক্ষায় কোন বিষয়ে কত পেয়েছেন, লিখে কত পেয়েছেন,এমসিকিউ এ কত পেয়েছেন জানতে পারবেন।
  • মার্কশীট সহ রেজাল্ট বের করতে প্রথমে আপনার ফোনের ব্রাউজার এড্রেস বারে "www.eboardresults.com" লিখে এন্টার বাটনে প্রেস করুন।
    যেভাবে মার্কশীট সহ পরীক্ষার রেজাল্ট বের করবেন:
আরো পড়ুনঃ যেভাবে যে কোন পরীক্ষার রেজাল্ট বের করবেন

  • মার্কশীট সহ রেজাল্ট জানতে ফরম গুলি সঠিকভাবে পূরন করে Get Result ক্লিক করুন। তাহলে আপনি মার্কশীট সহ আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
    যেভাবে মার্কশীট সহ পরীক্ষার রেজাল্ট বের করবেন:
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url