যেভাবে ফোন নাম্বার গোপন/হাইড করে যেকোন নাম্বারের সাথে কথা বলবেন
আজকের টিউটোরিয়াল,যেভাবে মোবাইল নাম্বার গোপন/হাইড করে যেকোন নাম্বারের সাথে ফ্রিতে কথা বলবেন।প্রত্যেকটা জিনিসের সুবিধাও যেহেতু আছে অসুবিধাও আছে।তেমনি বিজ্ঞানেরও সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে।বর্তমানে খবরের পাতায় দেখা যাচ্ছে,ফোন নাম্বার হাইড করে ব্লাকমেইল,মুক্তিপণ সহ নানা ধরনের অপরাধ ঘটছে।কিন্তু তারা এসব অপরাধ কিভাবে করছে,সেটা তো জানার বিষয়।প্রায় অপরাধকারী কিছু অ্যাপ/সফটওয়্যার ব্যবহার করে এসব অপরাধ মূলক কাজ করে যাচ্ছে।এখন প্রশ্ন হচ্ছে এই সকল অপরাধমূলক সুবিধা দিয়ে এসব অ্যাপ/সফটওয়্যার এর লাভ কি?এই সকল অ্যাপ প্রথমে আপনাকে ফ্রিতে ব্যবহার করার সুযোগ দিবে।পরবর্তীতে আপনাকে বিজ্ঞাপন দেখে ক্রেডিট অর্জন করার ফলে Phone নাম্বার হাইড করে ফ্রিতে কল করার সুযোগ দিবে।আর এই বিজ্ঞাপন দেখার কারনে তাদের অর্থ আয় হবে।এসকল অ্যাপ প্রচুর ইনকাম করে থাকে।
যেভাবে মোবাইল ফোন নাম্বার গোপন/হাইড করে যেকোন নাম্বারের সাথে ফ্রিতে কথা বলবেন।
এমনই একটি অ্যাপ Ggfone.অ্যাপটির সাইজ মাত্র ২৬.০৪ এমবি।তবে আপনি এসব অ্যাপ দিয়ে আপনি কখনো অপরাধ করবেন না।আপরাধী একদিন না একদিন ধরা খায়ই।আপনি আপনার বন্ধুদের সাথে মজা করতে পারেন।আপনি কোনো সমস্যায় পড়লে আমরা কোনো দায়ী বদ্ধ নই।
আপনার প্রিয়জন/বন্ধুদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।