এন্ড্রয়েড ফোনের পাওয়ার বাটন চেপে কল কাটবেন যেভাবে

ফোনের পাওয়ার বাটন
এন্ড্রয়েড ফোনে কথা বলার পর যখন আমাদের কথা বলা শেষ হয়ে যায় তখন আমরা মোবাইল ফোনের দিকে তাকিয়ে লাল বাটনে ক্লিক করে কল কেটে দেই।আমাদের সমাজে অনেক লোক আছে যাদের সময় খুব কম।তারা খুবই ব্যস্ত।তারা সবসময়,সময় বের করার চেষ্টা করে।যদি এমন হয় এন্ড্রয়েড ফোনে কথা বলার পর পাওয়ার বাটন চাপ দেয়ার সাথে সাথেই কল কেটে যায়।তাহলে আপনার কিছুটা সময় বাঁচবে।ঠিক এরকমের একটি দারুন ট্রিক আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি।চলুন কথা না বলে কাজে যাওয়া যাক।
  1. মোবাইল ফোনের পাওয়ার বাটন চেপে কল কাটতে প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনের Settings থেকে Accessibility তে যান।
    ফোন পাওয়ার বাটন
  2. সবশেষে Power button ends cell টি অন করে দিন।
    এন্ড্রয়েড পাওয়ার বাটন
এখন আপনাকে কেউ যদি ফোন করে আপনি কল ধরে কথা বলে পাওয়ার বাটন চাপ দেয়ার সাথে সাথেই দেখবেন কল কেটে গেছে।
এই অসাধারণ ট্রিকটি আপনার বন্ধু ও প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url