বিসিএস শিক্ষার্থীরা নিয়ে নিন সাধারণ জ্ঞানের অ্যাপ BCS Study

আজকের পোস্ট,বিসিএস শিক্ষার্থীরা নিয়ে নিন সাধারণ জ্ঞানের অ্যাপ BCS Study
হাই বন্ধুরা,সবাই কেমন আছেন?আমিআল্লাহর রহমতে ভালোই আছি।অনেক দিন পর একটু লেখালেখি করতে বসলাম।আজ আমি  আপনাদের কাছে নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি। যারা ব্যাংক,শিক্ষিক নিয়োগ প্রস্ততি নিতে চান তাদের খুব কাজে লাগবে।
Bcs Study.apk অ্যাপটির  নাম।bcs study সাইজ মাত্র ৪.৩ এমবি।অ্যাপ এর কিছু স্কিনশট নিচে দেয়া হলোঃ
বিসিএস অ্যাপ

"BCS Exam preparation, Model Test & Question" লিখে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন।  

Tags:বিসিএস পরীক্ষা পদ্ধতি বিসিএস ক্যাডার তালিকা বিসিএস পরীক্ষার বয়স বিসিএস প্রস্তুতি বিসিএস সিলেবাস বর্তমান বিসিএস ক্যাডার সংখ্যা কত বিসিএস ক্যাডারের বেতন বিসিএস এর নূন্যতম যোগ্যতা

বিসিএস নিয়ে কিছু তথ্যঃ
বাংলাদেশ সিভিল সার্ভিস (সংক্ষিপ্ত রুপ বিসিএস নামে সর্বাধিক পরিচিতি) হল বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস। এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান থেকে উদ্ভূত হয়েছে, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ সম্রাজ্ঞী নিয়ন্ত্রিত ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল। স্বাধীনতার পর থেকে এটি সিভিল সার্ভিস অধ্যাদেশের দ্বারা বাংলাদেশ সিভিল সার্ভিস হিসাবে পরিচিতি হয়। এর মূলনীতি ও পরিচালনা পরিষদ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হয়। [১] বিসিএস এর ক্যাডার সংখ্যা হল ২৮টি।[২]।
ইতিহাস
বেসামরিক আমলাতন্ত্রের এই অংশটি একটি উপনিবেশিক উত্তরাধিকার। ব্রিটিশরা ভারতীয় সিভিল সার্ভিস (আইসিএস) এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর শাসন করত এবং আইসিএসের বেশিরভাগ কর্মকর্তা ব্রিটিশ ছিলেন। এটি প্রারম্ভিক বিংশ শতাব্দীতে ছিল যে ভারতীয়রাও ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে এবং বেশিরভাগ ভারতীয়রা আইসিএস-তে এটি নির্মাণ করে। ১৯৪৭ সালে ভারতের বিভাজনে 'সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিসেস' শব্দটিকে পাকিস্তানে ব্যবহার করা হতো এবং সর্ব-পাকিস্তান সার্ভিসের ধারণা অব্যাহত ছিল। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর পরবর্তী সময়ে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি আইন দ্বারা নবজাতক দেশের সরকার ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সিভিল সার্ভিস গঠিত হয়। ২০১৮ সালের ১৩ নভেম্বর পিএসসির সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে গেজেট প্রকাশ করে। ফলে বিসিএস ক্যাডারের সংখ্যা ২৭টি থেকে কমে ২৬টি হয়। [৩]
ক্যাডার
১৪টি সাধারণ ও ১৩টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬টি ক্যাডার রয়েছে। [২]
সাধারন ক্যাডারঃ 

1. বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) 2. বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার) 3. বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব) 4. বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়) 5. বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি) 6. বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) 7. বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য) 8. বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র) 9. বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য) 10. বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ) 11. বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক) 12. বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক) 13. বাংলাদেশ সিভিল সার্ভিস (কর) 14. বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
প্রফেশনাল ক্যাডারঃ
1. বিসিএস (সড়ক ও জনপথ) 2. বিসিএস (গণপূর্ত) 3. বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল) 4. বিসিএস (বন) 5. বিসিএস (স্বাস্থ্য) 6. বিসিএস (রেলওয়ে প্রকৌশল) 7. বিসিএস (পশু সম্পদ) 8. বিসিএস (মৎস) 9. বিসিএস (পরিসংখ্যান, গবেষণা কর্মকর্তা) 10. বিসিএস (কারিগরী শিক্ষা) 11. বিসিএস (কৃষি) 12. বিসিএস (খাদ্য) 13. বিসিএস (সাধারণ শিক্ষা) পরীক্ষা পদ্ধতি

তথ্য সূত্রঃ উইকিপেডিয়া 

Tags:বিসিএস পরীক্ষা পদ্ধতি বিসিএস ক্যাডার তালিকা বিসিএস পরীক্ষার বয়স বিসিএস প্রস্তুতি বিসিএস সিলেবাস বর্তমান বিসিএস ক্যাডার সংখ্যা কত বিসিএস ক্যাডারের বেতন বিসিএস এর নূন্যতম যোগ্যতা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url