ফ্রি এমবি দেয়া বন্ধ করে দিল ওয়াওবক্স
ওয়াওবক্স গ্রামীণফোনের একটি জনপ্রিয় অ্যাপ।জনপ্রিয় হওয়ার পিছনে ছিল ফ্রি এমবি দেয়া।কিন্তু এখন থেকে আর ফ্রি এমবি দিচ্ছে না ওয়াওবক্স।
ওয়াওবক্স এক সময় প্রতিদিন ২০ এম্বি করে গ্রাহকদের দিত।প্রতিদিন বাদ দিয়ে সপ্তাহে ১ দিন ২০ এমবি করে দেয়া শুরু করলো।তারপর সপ্তাহে ১ দিন বাদ দিয়ে ১০ দিনে ১ বার দেয়া শুরু করেছিল।
সবশেষে ফ্রি এমবি দেয়া বন্ধই করে দিল।ফ্রি এমবি বন্ধ করা বিষয়ে গ্রামীণফোন এখনো অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি।তবে ওয়াওবক্স অ্যাপ ওপেন করলে ফ্রি ২০ এমবি দেয়ার ইমেজ লিংক আর পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের তেমন কোনো আক্ষেপ দেখা যায়নি।
সবশেষে ফ্রি এমবি দেয়া বন্ধই করে দিল।ফ্রি এমবি বন্ধ করা বিষয়ে গ্রামীণফোন এখনো অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি।তবে ওয়াওবক্স অ্যাপ ওপেন করলে ফ্রি ২০ এমবি দেয়ার ইমেজ লিংক আর পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের তেমন কোনো আক্ষেপ দেখা যায়নি।