ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায়
ছবিঃফেসবুক |
যাই হোক,ইউটিউব থেকে যেরকম ভিডিও ডাউনলোড দেয়া যায় তেমনি ফেসবুক থেকেও ভিডিও ডাউনলোড দেয়া যায়।facebook থেকে video download আপনার কাছে কঠিন মনে হলেও আসলে সহজ।তো দেরি না করে দেখে আসা যাক,কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
২.তারপর "copy link" লেখায় ক্লিক করুন।
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার উপায়
১.প্রথমে ডাটা কানেকশন অন করে ফেসবুকে চলে যান এবং আপনি যে ভিডিওটি ডাওনলোড করবেন সেটি নির্বাচন করুন।নিচের স্কিনশট এর মত "তিনটি ডট" লেখায় ক্লিক করুন।২.তারপর "copy link" লেখায় ক্লিক করুন।
৩.এবার আপনার একটি অ্যাপস লাগবে।সেটি হলো ভিটমেট।না থাকলে
ভাইরাস মুক্ত ভিটমেট ডাউনলোড করে নিন। তারপর ভিটমেট অ্যাপটি ওপেন করুন এবং সার্চ আইকনে ক্লিক করে কপি করা লিংক পেস্ট করে দিন।
ভাইরাস মুক্ত ভিটমেট ডাউনলোড করে নিন। তারপর ভিটমেট অ্যাপটি ওপেন করুন এবং সার্চ আইকনে ক্লিক করে কপি করা লিংক পেস্ট করে দিন।
৪.কিছুক্ষন অপেক্ষা করার পর দেখবেন ভিডিওটি চলে এসেছে।ভিডিও নিচে তাকালে দেখবেন ডাউনলোড আইকন।তাই ডাওনলোড আইকনে ক্লিক করুন।
৫.সবশেষে একটা পপআপ পেজ আসবে তাতে আপনি সিলেক্ট করে দিন আপনি audio নামাবেন নাকি ভিডিও নামাবেন।
সিলেক্ট করার পর "Download" লেখায় ক্লিক করলে ডাওনলোড হওয়া শুরু হবে।
সিলেক্ট করার পর "Download" লেখায় ক্লিক করলে ডাওনলোড হওয়া শুরু হবে।
ভিডিওঃ
Tag:করব কিভাবে,করার অ্যাপস,করার সফটওয়্যার,ডাউনলোডার,ফ্রি তে করুন,করতে চাই,ডাউনলোড করার সহজ উপায