Matched content কি কেন কিভাবে।ম্যাচড কনটেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা

এডসেন্স
চিত্রঃ অ্যাডসেন্স। 
matched content কি,কেন,কোথায়,কিভাবে ইত্যাদি নিয়েই আজ আমি আলোচনা করবো।তো মনযোগ দিয়ে পড়ুন এবং না বুজলে কমেন্ট করুন।

matched content কি?


ম্যাচড কনটেন্ট,বহুল আলোচিত,সমালেচিত এবং জনপ্রিয় গুগল এডসেন্স এর একটি অ্যাড ইউনিট মাত্র।ম্যাচড কনটেন্ট অ্যাড ব্যবহার করলে,ব্লগের বিভিন্ন পোস্টের মধ্যে কয়েকটি অ্যাড শো করে।এটি রিলেটেড পোস্ট এর প্রতিদ্বন্দ্বী বলা যায়।বর্তমানে রিলেটেড পোস্টের বিপরীতে ম্যাচ কনটেন্ট ব্যবহার হচ্ছে প্রায় ব্লগে।    

ম্যাচড কনটেন্ট কেন গুরুত্বপূর্ণ

ম্যাচড কনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাড ইউনিট।কেননা আপনার সাইটের ইনকামভিজিটর দুটোই বাড়বে।ভিজিটর ধরে রাখার জন্যও বেশ কার্যকরী।ধরুন,আপনার সাইটে একজন ভিজিটর এলো সার্চ ইঞ্জন গুগল থেকে।তখন সে কনটেন্ট পড়ল এবং ম্যাচড কনটেন্ট থেকে অন্য একটি পোস্টের টাইটেল দেখতে পেলো এবং পোস্টটি পড়া প্রয়োজন হলে ক্লিক করে সে কনটেন্টটিও পড়ল।এভাবেই আপনার সাইটে ভিজিটর ধরে রাখে এবং ভিজিটর বাড়ায়।তাই বলা যায়,matched content একটি গুরুত্বপূর্ণ অ্যাড ইউনিট।  

matched content কোথায় সেট-আপ করলে ভালো ফল পাওয়া যায়

ম্যাচড কনটেন্ট বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সেট-আপ করা যায়।যেমনঃ পপুলার পোস্ট,হেডার,রিলেটেড পোস্ট এর জায়গায়  matched content ব্যবহার করতে পারেন।তবে সবচেয়ে ভালো ফলাফলের জন্য আপনার থিমের উপর নির্ভর করে।আপনার থিম অনুযায়ী ম্যাচড কনটেন্ট সেট-আপ করুন।তবে যেই থিমই হোক না কেন রিলেটেড পোস্ট এর পরিবর্তে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন।
এটি কি সবার জন্য?
ম্যাচড কনটেন্ট সবার জন্য নয়।এটা গুগল যাদেরকে এই অ্যাড প্রদান করতে দেবে কেবল তারাই ব্যবহার করতে পারবে।হয়তো নতুন এডসেন্স থাকতে এটা ব্যবহার করা যায় না।২-৩ মাস পর এটা আপনাকে ব্যবহার করার অনুমতি দেবে।এটা আপনার সাইটে ব্যবহারের অনুমতি আছে কিনা চেক করার জন্য adsence এ ডুকে sites ক্লিক করলে যদি দেখেন (matched content) অপশন আসে তাহলে বুজবেন আপনি ব্যবহার করতে পারবেন।তাছাড়া নতুন অ্যাডস ইউনিট তৈরি করার সময় ম্যাচড কনটেন্ট অপশনটি পাবেন।



কিভাবে ম্যাচড কনটেন্ট সেট-আপ করতে হয় 

১.প্রথমে আপনাকে কোনো ভালো ব্রাউজার থেকে গুগল এডসেন্স যেতে হবে।
২.Ads থেকে Ad Units  যান।
ad units
৩.এরপর matched content এর উপর ক্লিক করুন।
matched content
৪.Ad unit name এর জায়গায় আপনার পছন্দ মতো নাম দিয়ে দিন।
Ad Unit name
৫.তারপর SAVE AND GET CODE লেখায় ক্লিক করুন।
SAVE AND GET CODE
৬.সবশেষে COPY CODE SNIPPET লেখায় ক্লিক করলে কোড কপি হয়ে যাবে।
COPY CODE SNIPPET

এখন এই কোডটি দিয়ে আপনি যেখানে এড শো করাতে চান সেখানে শো করাতে পারবেন। ভিডিওঃ


আপনি যদি ব্লগার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিভাবে রিলেটেড পোস্টের পরিবর্তে ম্যাচড কনটেন্ট ব্যবহার করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি।
✅ কপি করা কোডটি     <!-- Related Post Widget Start -->  এর নিচে পেস্ট করে দিন।
Related Post Widget Start

আশা করি পোস্টটি আপনার কাছে ভালো লেখেছে।না বুজলে কমেন্ট করুন। শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url