সাইন্স এ কি কি সাবজেক্ট আছে | বিজ্ঞান শাখার বিষয়সমূহ

সাইন্স এর সাবজেক্ট কি কি

সাইন্স এর সাবজেক্ট কি কি

SSC: এসএসসি সাইন্স সাবজেক্ট সমূহঃ


  • রসায়ন
  • পদার্থ
  • জীববিজ্ঞান
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয়
  • উচ্চতর গণিত /কৃষি শিক্ষা
উপরের বিষয় গুলো বিজ্ঞান শাখার।বাংলা,ইংরেজি ইত্যাদি  দেয়া হয়নি কারন এগুলো সব বিভাগেই থাকে।

HSC: এইচএসসি সাইন্স সাবজেক্ট সমূহঃ


এইচএসসিতে মোট ২টি বর্ষ।একাদশ শ্রেনী মানে যাকে ১ম বর্ষ বলে।অন্যদিকে দ্বাদশ শ্রেনী মানে ২য় বর্ষ বলে।

একাদশ শ্রেণির বিজ্ঞান শাখার বিষয় সমূহ

  • রসায়ন ১ম পত্র
  • পদার্থ  ১ম পত্র
  • জীব বিজ্ঞান ১ম পত্র
  • উচ্চতর গনিত/ কৃষি /ভূগোল ১ম পত্র

দ্বাদশ শ্রেনীর সাইন্স বিষয় সমূহঃ
  • রসায়ন ২য় পত্র
  • পদার্থ  ২য় পত্র
  • জীব বিজ্ঞান ২য় পত্র
  • উচ্চতর গনিত/ কৃষি /ভূগোল ২য় পত্র
উপরের সাবজেক্ট গুলো সাইন্স এর।বাংলা,ইংরেজি,তথ্য প্রযুক্তি ইত্যাদি দেয়া হয়নি কারন এগুলো সব বিভাগেই থাকে।

BSC (Bachelor of science) :অনার্স বিজ্ঞান শাখার বিষয় সমূহ

  1. রসায়ন
  2. পদার্থবিজ্ঞান
  3. গণিত
  4. পরিসংখ্যান
  5. উদ্ভিদবিজ্ঞান
  6. প্রাণিবিজ্ঞান
  7. প্রাণ রসায়ন
  8. পরিবেশ বিজ্ঞান
  9. ভূগােল ও পরিবেশ
  10. মনােবিজ্ঞান
  11. মৃত্তিকা বিজ্ঞান
  12. গার্হস্থ্য অর্থনীতি
  13. কম্পিউটার বিজ্ঞান । 

Next Post Previous Post
2 Comments
  • We can get now I phone 15 max
    We can get now I phone 15 max January 6, 2022 at 6:21 AM

    Good a information

  • Unknown
    Unknown March 15, 2022 at 1:34 PM

    চাকুরীর আবেদনে লেখা থাকে-বিজ্ঞান বিভাগের হতে হবে।এসব পদে কি মনোবিজ্ঞান বিষয় থেকে আবেদন করা যাবে?

Add Comment
comment url