চতুর্থ বিষয় কি?চতুর্থ বিষয়ে ফেল করলে কি হয়

ঐচ্ছিক

চতুর্থ বিষয় কি?


অপশনাল সাবজেক্ট,ঐচ্ছিক বিষয়,চতুর্থ বিষয় একই কথা।চতুর্থ বিষয় হলো অতিরিক্ত সাবজেক্ট।আপনি যদি চতুর্থ বিষয়ে ৩.৯৯ পয়েন্ট পান তাহলে ৩.৯৯ পয়েন্ট থেকে ২ বিয়োগ করা হবে।অবশিষ্ট ১.৯৯ পয়েন্ট মূল রেজাল্ট এর সাথে যোগ হবে।অর্থাৎ চতুর্থ বিষয়ে যে পয়েন্ট অর্জন করবেন তা থেকে ২ পয়েন্ট বিয়োগ করা হবে।আরেকটি দিচ্ছি যাতে আপনার বুজতে সুবিধা হয়।আপনি চতুর্থ বিষয়ে ৩.০০ পয়েন্ট অর্জন করেছেন এখন এই ৩.০০ পয়েন্ট থেকে ২ পয়েন্ট বিয়োগ করা হবে এবং অবশিষ্ট ১.০০ পয়েন্ট রেজাল্ট এর সাথে যোগ করা হবে।আশা করি বুজতে পেরেছেন। 

চতুর্থ বিষয়ে ফেল করলে কি হয়


৪র্থী বিষয়ে ফেল করলে কিছু হবে না।পরীক্ষায় আপনি পাস করে যাবেন।তবে আপনার রেজাল্টকে প্রভাবিত করবে।ভালো রেজাল্ট অর্জন করতে হলে ঐচ্ছিক বিষয়েও ভালো রেজাল্ট করতে হবে।যেহেতু এটি একটি অপশনাল সাবজেক্ট তাই অনেকেই সঠিক সাবজেক্টটি নিতে পারেন না।কেননা মন মত নিয়ে নেয় বা ভেবে সিদ্ধান্ত নেয় না।পরে অনেক আফছোস করে।

এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন।উপকৃত হলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। 


Next Post Previous Post
4 Comments
  • Unknown
    Unknown July 27, 2021 at 5:01 AM

    স্যার একটি জরুরী বিষয় জানতে চাই,,,,২০২০ সালে দাখিলে যারা গণিত বিষয়ে ফেল করেছে তাদের এবছর পরিক্ষা কিভাবে হবে

    • Samim
      Samim July 27, 2021 at 10:42 AM

      সরি, এ বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না!কোনো তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো।
      ধন্যবাদ

  • Unknown
    Unknown September 1, 2021 at 5:52 PM

    স্যার আমি এইচ এসসি পরীক্ষার্থী এবার, আমি কোন ভাবে সাবজেক্টপরিবর্তনকরতেপারবে

  • Unknown
    Unknown December 20, 2021 at 4:24 AM

    ৪র্থ বিষয় কোনটা নিলে ভালো হবে বা এই সিদ্ধান্তটা কীভাবে নেব একটু কাইন্ডলি জানাবেন স্যার।

Add Comment
comment url