Do did does কখন কোনটা?এর সঠিক ব্যবহার

Do did does এর ব্যবহার
ছবিঃ Do Did Does
ইংরেজিতে কথা বলার জন্য Do,did,does এর ব্যবহার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাউকে ইংরেজিতে প্রশ্ন করার ক্ষেত্রে এগুলোর ব্যবহার ব্যাপক।তাই Do,did,does আমাদের ভালোভাবে জানতে হবে।

Do does did এর ব্যবহার

মনে করতে পারো,এগুলোর ব্যবহার অনেক জটিল।

কিন্তু না!খুব সহজ!যদি তুমি প্রথম থেকে শেষ পযন্ত পড়ো তবেই বোঝা সহজ হবে।

তাই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো।

প্রথমেই জানা যাক,

Do এর ব্যবহার

Do এর বাংলা আভিধানিক অর্থ হচ্ছে করা।এটা আমরা সবাই জানি প্রায়।

যদি তুমি তোমার তুরষ্কের বন্ধু মোহাম্মাদকে বলো,আমি ভাত খাই।তুমি কি ভাত খাও?

ইংরেজিতে, I eat rice.Do you eat rice?

এখানে তুমি কি ভাত খাও? (বর্তমান) মানে Present tense


Present tense সংক্রান্ত কোনো বাক্যকে প্রশ্নে রুপান্তর করার জন্য Do ব্যবহার করা হয়।    

যেমনঃ

  1. You play football.(তুমি ফুটবল খেলো।)-Do you play football? (তুমি কি ফুটবল খেলো?)
  2. You go to school.(তুমি স্কুলে যাও।)-Do you go to school?(তুমি কি স্কুলে যাও?)
  3.  You sing song.(তুমি গান গাও।) - Do you sing song? ( তুমি কি গান গাও?) 
  4. You like pizza.(তুমি পিৎজা পছন্দ করো।) - Do you like Pizza? (তুমি কি পিৎজা পছন্দ করো?)
  5. You read islamic book.(তুমি ইসলামিক বই পড়ো।)Do you read Islamic book?(তুমি কি ইসলামিক বই পড়ো?)   

   

আশা করি,তুমি Do এর ব্যবহার ভালোভাবে বুজেছ।যদি উপরের উদাহরণগুলো ভালোভাবে পড়ে থাকো।

Did এর ব্যবহার

Did,do এর  past form যার বাংলা আভিধানিক অর্থ করেছিল।  

যদি তুমি তোমার বন্ধু মোহাম্মাদকে বলো,আমি গত বছর কাতার গিয়েছিলাম।তুমি কি গত বছর কাতার গিয়েছিলে?

ইংরেজিতে, I went to Qatar last year.Did you go to Qatar last year?

এখানে তুমি কি কাতার গিয়েছিলে? (অতীতে কোন কাজ শেষ হয়েছিলো) মানে Past tense 


Past tense সংক্রান্ত কোনো বাক্যকে প্রশ্নে রুপান্তর করার জন্য Did ব্যবহার করা হয়।

যেমনঃ

  1. You played cricket in the Faridpur stadium .(তুমি ফরিদপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলেছিলে।)-Did you play cricket in the Faridpur stadium? (তুমি কি ফরিদপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলেছিলে?)
  2. You went to Turkey last year.(তুমি গত বছর তুরষ্কে গিয়েছিলে।)-Did you go to Turkey last year?(তুমি কি গত বছর তুুুরষ্কে গিয়েছিলে?)
  3.  You sang song in the perty.(তুমি পার্টিতে গান গেয়েছিলে।) - Did you sing song in the perty? ( তুমি কি পার্টিতে গান গেয়েছিলে?) 
  4. He bought a car.(সে গাড়ি কিনেছিলো।) - Did he buy a car? (সে কি গাড়ি কিনেছিলো?)
  5. I cooked rice in my village home .(আমি আমার গ্রামের বাড়িতে ভাত রান্না করেছিলাম) - Did I cook rice in my village home?(আমি কি আমার গ্রামের বাড়িতে ভাত রান্না করেছিলাম?)   

   

আশা করি,তুমি Did এর ব্যবহার ভালোভাবে বুজেছ।যদি উপরের উদাহরণগুলো ভালোভাবে পড়ে থাকো।

Does এর ব্যবহার

Does,do এর মতনই ব্যবহার হয়।অনেকেই ভাবতে পারেন এটা Do এর past participle 

না!এটা Do  এর past participle  না।

যদি তুমি তোমার বন্ধু মোহাম্মাদকে বলো, আমি গত বছর কাতার গিয়েছিলাম।রহিম কি  গত বছর কাতার গিয়েছিল?

ইংরেজিতে, I went to Qatar last year.Does Rahim go to Qatar last year?


সাধারণত Subject যদি 3rd person singular number হয় তাহলে Verb এর সাথে s/es যোগ হয়।

Do+es=Does

যেমনঃ

  1. He play football.(সে ফুটবল খেলে।)-Does he play football? (তুমি কি ফুটবল খেলো?)
  2. He go to school.(সে স্কুলে যায়।)-Does he go to school?(তুমি কি স্কুলে যাও?)
  3.  Shihab sing song.(শিহাব গান গায়।) - Does Shihab sing song? ( শিহাব কি গান গায়?) 
  4. My friend like pizza.(আমার বন্ধু পিৎজা পছন্দ করে।) - Does my friend  like Pizza? (আমার বন্ধু কি পিৎজা পছন্দ করে?)
  5. Your brother read islamic book.(তোমার ভাই ইসলামিক বই পড়ে।)Does my brother read Islamic book?(তোমার ভাই কি ইসলামিক বই পড়ে?)   

আশা করি,তুমি Does এর ব্যবহার ভালোভাবে বুজেছ।যদি উপরের উদাহরণগুলো ভালোভাবে পড়ে থাকো।

আরো কিছু উদাহরণ(সূত্রঃ)


আমি কি ইংরেজি জানি

Q- Do I know English?

তুমি কি ইংরেজি জানো?

Q- Do You know English?

আমরা কি ইংরেজি জানি?

Q- Do we know English?

তারা কি ইংরেজি জানে

Q- Do they know English?

নেগেটিভ প্রশ্ন করার ক্ষেত্রে -

In present tense

আমি কি ইংরেজি জানি না?

Q- Don’t I know English?

তুমি কি ইংরেজি জানো না?

Q- Don’t you know English?

আমরা কি ইংরেজি জানি না?

Q- Don’t we know English?

তারা কি ইংরেজি জানে না?

Q- Don’t They know English?

In past tense

আমি কি ইংরেজি জানতাম?

Did i know English?

তুমি কি ইংরেজি জানতে?

Q- Did you know English?

আমরা কি ইংরেজি জানতাম?

Q- Did we know English?

তারা কি ইংরেজি জানতো?

Q- Did they know English?

Make negative question

আমি কি ইংরেজি জানতাম না?

Q- Didn’t I know English?

তুমি কি ইংরেজি জানতে না?

Q- Didn’t you know English?

আমরা কি ইংরেজি জানতে না?

Q- Didn’t we know English?

তারা কি ইংরেজি জানতো না?

Q- Didn’t they know English?

Third person singular এর ক্ষেত্রে (he,she,my friend,my mother, my bother etc)

In present tense

সে কি ইংরেজি জানে?

Q- Does he/she know English?

তিনি কি ইংরেজি জানেন?

Q- Does He know English?

আমার বাবা কি ইংরেজি জানেন?

Q- Does my father know English?

আমার বোন কি ইংরেজি জানে?

Q- Does my sister know English?

আমার বন্ধু কি ইংরেজি জানে?

Q- Does my friend know English?

Negative question make -

In present tense

সে কি ইংরেজি জানতো না?

Q- Doesn’t he/she know English?

তিনি কি ইংরেজি জানতেন না?

Q- Doesn’t he know English?

আমার বাবা কি ইংরেজি জানতেন না?

Q- Doesn’t my father know English?

আমার বোন কি ইংরেজি জানতো না?

Q- Doesn’t my sister know English?

আমার বন্ধু কি ইংরেজি জানতো না?

Q- Doesn’t my friend know English?

In past tense

সে কি ইংরেজি জানতো না?

Q- Didn’t he/she know English?

তিনি কি ইংরেজি জানতেন না?

Q- Didn’t he know English?

আমার বাবা কি ইংরেজি জানতেন না?

Q- Didn’t my father know English?

আমার বোন কি ইংরেজি জানতো না?

Q- Didn’t my sister know English?

আমার বন্ধু কি ইংরেজি জানতো না?

Q- Didn’t my friend know English?

উপরিউক্ত প্রশ্নগুলোর আগে What,Where,when, how ইত্যাদি বসিয়েও প্রশ্ন করা যায়।



আশা করি পোস্টটি আপনার কাছে ভালো লেখেছে।না বুজলে কমেন্ট করুন। শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।
Next Post Previous Post
3 Comments
  • Samim
    Samim April 26, 2021 at 11:40 AM

    Do does did এর ব্যবহার

  • HSC All Poem's Theme
    HSC All Poem's Theme May 18, 2021 at 12:09 AM

    Thanks brother
    Do এবং does এর ব্যবহার

  • All SSC Suggestion 2021
    All SSC Suggestion 2021 July 9, 2021 at 7:35 AM

    এত ভালো পোষ্ট গুগলে নেই

Add Comment
comment url