SSC:এসএসসি পাশে কি কি চাকরি পাওয়া যায়
ছাত্র জীবনে এসএসসি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
অনেকে এসএসসি পাস করার পর আর পড়তে চায় না,চাকরি করতে চায়।
আবার অনেকেই পড়াশোনার পাশাপাশি চাকরি করতে চায়।
আপনারা জানেন হয়তো যে,বর্তমানে চাকরির বাজার ভালো না।
এক বছরে যা পাশ করে সরকার তা দশ বছরেও চাকরি দিতে পারে না।
আবার দক্ষ ব্যক্তির চাকরির অভাব হয় না।
চাকরির বাজারের দিকে না তাকিয়ে আমাদের অবশ্যই দক্ষতার দিকে নজর দিতে হবে।
তো যাই হোক আজ আমি এসএসসি পাশে কি কি চাকরি পাওয়া যায় তা নিয়ে আলোচনা করবো।
সরকারি চাকরি
এসএসসি পাশে আপনি সামরিক বাহিনীতে চাকরি করতে পারবেন।
সেনাবাহিনী,পুলিশ ও নৌবাহিনীর চাকরি করতে পারবেন।তবে এসব চাকরির সবার যোগ্যতা থাকে না।
যোগ্যতা থাকলে সহজেই চাকরি পাওয়া যায়।
এছাড়া অফিস সহকারী, স্কুলের দপ্তরি/প্রহরী এসব চাকরিও করতে পারবেন।
বেসরকারি চাকরি
এসএসসি পাশে আপনি বিভিন্ন কোম্পানির চাকরি করতে পারবেন।
তবে কর্মী পদে আপনাকে নেবে।
বেতন তেমন ভালো হয় না।
বেসরকারি চাকরিতে দক্ষতাকে বেশি গুরুত্ব দেয়া হয়।
বেসরকারি চাকরি আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে চাকরি বিজ্ঞপ্তি পাবেন।
বর্তমানে এসএসসি পাশে একমাত্র সামরিক বাহিনীতেই ভালো চাকরি পাওয়া যায়।