জিপ ফাইল কি?জিপ ফাইল আনজিপ করার নিয়ম

জিপ ফাইল

জিপ ফাইল কি?

Zip শব্দের বাংলা অর্থ হচ্ছে সংকুচিত করা।
জিপ হচ্ছে এমন একটি সফটওয়্যার যার ভেতর অনেক ফাইল থাকে।
সহজ কথায় বলতে গেলে,ধরুন আপনার শার্ট,প্যান্ট,টি-শার্ট ইত্যাদি যখন আপনার ব্যাগের থাকে।
এখানে আপনার ব্যাগটিকে বলা যেতে পারে জিপ আর শার্ট,প্যান্ট ও টি-শার্টকে বলা যায় যেকোনো ফাইল।
আসলে যখন কোনো ব্যক্তি ইন্টারনেটে কিছু ফাইল আপলোড করতে যায় তখন জিপ আকারে ফাইল আপলোড করে।
কারন এক একটি ফাইল আপলোড দিতে গেলে অনেক সময় নষ্ট হয় তাই জিপ আকারে আপলোড করা হয়।
আর যারা ফাইলটি ডাওনলোড করতে যায় তাদের সুবিধা হয় কারন তাদের এক একটি করে ফাইল ডাওনলোড করা লাগে না।
যখন কোনো ওয়েবসাইট থেকে জিপ ফাইল ডাওনলোড করবেন,তখন জিপ আনজিপ করে নিতে হবে।

জিপ ফাইল আনজিপ করার নিয়ম

  1. জিপ ফাইলকে আনজিপ করতে প্রথমে Apkpure থেকে
    Es file explorar অ্যাপটি ডাওনলোড করে নিন।
    জিপ আনজিপ
  2. আপনার সাধের এন্ড্রয়েড ফোনের মেনু থেকে Es file explorar অ্যাপটি ওপেন করুন।
    অ্যাপটি কিছু পারমিশন চাইবে আপনি সব পারমিশন গুলা এলাও করে দিন।তারপর আপনি যে জিপটিকে আনজিপ করতে চান তার উপর চেপে ধরে ডান পাশের মেনু ক্লিক করুন।
    আনজিপ জিপ
  3. এবার "Extract to"তে ক্লিক করুন।
    জিপ zip
  4. সবশেষে "ok" লেখায় ক্লিক করলে জিপ ফাইল আনজিপ হয়ে একটি ফোল্ডার হয়ে যাবে।
ভিডিওঃ

আশা করি বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করবো।প্রযুক্তি বিষয়ক পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।
Next Post Previous Post
8 Comments
  • Unknown
    Unknown December 2, 2018 at 2:48 AM

    কিভাবে আপনাদের মতো ওয়েব ডেভেলপমেন্ট করবো

  • কিভাবে
    কিভাবে December 6, 2018 at 6:59 AM

    Thanks for comment

  • কিভাবে
    কিভাবে December 6, 2018 at 7:00 AM

    Thanks for comment

  • Unknown
    Unknown March 24, 2019 at 6:14 AM

    অনেক গুলো ফাইল একটা ফাইল হিসেবে আপলোড দিবো কিভাবে?

    • boss
      boss April 1, 2019 at 1:24 AM

      জিপ ফাইল তৈরী করে

  • Unknown
    Unknown June 15, 2019 at 9:03 AM

    লিংকটা ঠিক করেন?

    • admin
      admin June 18, 2019 at 4:28 AM

      লিংক টা ঠিক করা হয়েছে।দেখে নিন

  • উপায় ডট কম
    উপায় ডট কম September 23, 2019 at 10:41 AM

    সকলকে মূল্যবান কমেন্ট করার জন্য ধন্যবাদ

Add Comment
comment url