ইউটিউব থেকে কেমন আয় হয় ২০২৩
তুই ইউটিউব করতে চাচ্ছিস? ঠিক বলছি তো?
আমি সব জানি বৎস।
আমি তোর আগামী, অতীত সব বলতে পারি।
যাই হোক, আমি কোনো সাধু বাবা নই। অধিকাংশ লোক ইউটিউব থেকে আয় করার আগ্রহ প্রকাশ করে তারা কয়েকদিনের মধ্যেই ইউটিউব থেকে কেমন আয় হয় তা জানার জন্য উদ্বেগ হয়ে পড়ে🤑
সেই সূত্র ধরে তোমার মনের ইচ্ছা বলে দিলাম।😎
ইউটিউব থেকে কেমন আয় হয়
সাধারণত বাংলাদেশ থেকে আয় খুব কমই হয়। কোন দেশ, জাতি, অর্থনীতি ইত্যাদির উপর নির্ভর করে কেমন আয় হবে।
ইংল্যান্ড এর একজন ভিজিটর এবং বাংলাদেশের একজন ভিজিটর এক না। তাদের সাথে আমাদের ব্যাপক পার্থক্য রয়েছে।
যাই হোক, আমরা যেহেতু বাংলাদেশী তাই আমাদের টার্গেটও বাংলাদেশী।
ইউটিউব থেকে কেমন আয় হয় তা নিদিষ্ট করে বলা মহা মুশকিল। ইউটিউবে কেমন আয় হয় তা সম্পর্ণই নির্ভর করে কনটেন্ট এর উপর।
তবে আমি তোমাকে ধারণা দিতে পারি।
ইউটিউব প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয় |
১ মিলিয়ন ভিউতে কত টাকা |
১ ভিউ কত টাকা |
প্রতি ৪ হাজার ভিউতে প্রায় $1 আয় হয় অর্থাৎ ৮৬ টাকা।
কারো ১হাজার ভিউতে $1 ডলার হয়।এটা নির্ভর করে কনটেন্ট এর উপর।
গুগল এডসেন্স এর আয় নিদিষ্ট নয়। গতকাল ১০০০ টাকা ইনকাম করেছ আজ ১০ টাকা।আগামীকাল ৩০০০ টাকাও হবে পারে। এটা সম্পর্নই অনিদিষ্ট।
ইউটিউব এর আয় নির্ভর করে Location, CTR, CPC, Views ইত্যাদির উপর।
তাই এগুলো চিন্তা না করাই উত্তম।
তুমি যদি ভালো কিছু দিতে পারো, নিজের সেরাটা দিতে পারো তাহলে এমনিই টাকা তোমার পেছনে দৌড়বো।
টাকার পেছনে তোমাকে দৌড়াতে হবে না।
আমি এমনও ইউটিউবার দেখেছি যে, চ্যানেলে কোনো সাবক্রাইব নাই। প্রথমে একটি ভিডিও আপলোড করেছে মিলিয়ন মিলিয়ন ভিউ।
এর কারণ একটাই, সে নিজের প্রতিভা বুজতে পেরেছে, সেরাটা দিয়েছে।
তাহলে তুমি কেনো আয় নিয়ে পড়ে আছো?🤑
এখনি নিজের প্রতিভা খুজো আর নিজের সেরাটা দিয়ে চেষ্টা করো।
খোদা হাফেজ।