অনুপার্জিত আয় কি বা কাকে বলে? বিস্তারিত

অনুপার্জিত আয়

অনুপার্জিত আয় হচ্ছে অগ্রিম আয় যা ব্যবসায় জন্য দায়। অর্থাৎ, চলতি মাসে আপনি পরবর্তী মাসের সেবা প্রদান না করে অগ্রিম অর্থ নিলে এটি অনুপার্জিত আয়। এবং পরবর্তী মাসে সেবা প্রদান করা হলে এটি আপনার সেবা বাবদ আয় হবে এবং অনুপার্জিত আয় দায় হ্রাস পাবে।

অনুপার্জিত আয় কি চলতি দায়?

হ্যা! আপনি সঠিক ধরেছেন৷ এটি চলতি দায়। আয় যদি অগ্রিম বা অনুপার্জিত থাকে (চলতি দায়)-ক্রেডিট 

অনুপার্জিত আয় এর জাবেদা


  • নগদান হিসাব - ডেবিট
  • অনুপার্জিত আয় হিসাব - ক্রেডিট

যেহেতু আপনি অগ্রিম টাকা নিয়েছেন কিন্তু সেবা প্রদান করেননি তাই নগদান ডেবিট অন্যদিকে অনুপার্জিত আয় হিসাব ক্রেডিট

অনুপার্জিত আয় এর উদাহরণ


আনআর্নড ইনকাম হচ্ছে, ইন্টারেস্ট (সুদ), অ্যালমনি (খোরপোশ), চাইল্ড সাপোর্ট (শিশুদের সূত্রে পাওয়া সরকারি সহায়তা), উপহার ইত্যাদি

অনুপার্জিত আয় রেওয়ামিলে কোন দিকে বসে 

অনুপার্জিত আয় ডেবিট না ক্রেডিট তা নিয়ে অনেকেই ঘুলিয়ে ফেলে। যেহেতু অনুপার্জিত আয় দায় তাই এটি ক্রেডিট দিকে বসবে। সকল আয়,দায়, ও মালিকানাস্বত্ব - ক্রেডিট অন্যদিকে সম্পদ ও ব্যয় - ডেবিট

সংগ্রহীত
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url