ঈদ মোবারক ছবি পিকচার ফটো ফ্রি ডাউনলোড ঈদের শুভেচ্ছা পিক ২০২৪ 2024


ঈদ মোবারক
ঈদ মোবারক
২০২৪ 2024
খুশির ঈদে করবো মজা থাকবো মিলে মিশে
আনন্দেরই ভেলায় চড়ে যাবো আনন্দের দেশে
ঘরের মানুষ ফিরবে ঘরে যারা আছে বিদেশে
ঈদের শুভেচ্ছা দিলাম সকলকে ভালোবেসে।

hd eid mubarak images
hd eid mubarak images

বাকা চাঁদের হাসিতে,,

দাওয়াত দিলাম আসিতে,

আসতে যদি না পারও

ঈদ মোবারক গ্রহনকরো.


ঈদ মোবারক ইমেজ ডাউনলোড
ঈদ মোবারক ইমেজ ডাউনলোড

 সপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুরনো হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!!


ঈদ মোবারক এর পিকচার
ঈদ মোবারক এর পিকচার

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,

বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।

কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,

আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।

ঈদ মোবারক।!

 

ঈদ মোবারক png
ঈদ মোবারক png

আকাশের সব নীল দিয়ে,
প্রভাতের সব আলো দিয়ে,
সমুদ্রের সব গভীরতা দিয়ে,
হৃদয়ের সব অনুভূতি দিয়ে,
তোমাকে জানাই ঈদ এর শুভেচ্ছা. “ঈদ মুবারক” 


ঈদ মোবারক ইমেজ ডাউনলোড
ঈদ মোবারক ইমেজ ডাউনলোড
আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক!!

ঈদ মোবারক পিকচার jpg
ঈদ মোবারক পিকচার jpg

বলছি আমি আমার কথা,

ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,

আমার জীবনে অনেক চাওয়া,

ঈদ থেকে সবপাওয়া,

ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা

eid mubarak pic
eid mubarak pic

সোনালি সকাল, রোদেলা দুপুর,

পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।

সব রঙ্গে রাঙ্গিয়েথাক

আপনার সারাটি বছর, সারাটি জীবন।

এই কামনায় “ঈদমোবারাক”

ঈদ মোবারক পিক চার
ঈদ মোবারক পিক চার
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,
ঈদ মানে ভুলিয়াদিতে সকল বিভেদ দ্বন্দ।
ঈদ মানে ভুলেযাওয়া যত দুঃখ-ভয়,
ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
ঈদের নতুন ছন্দ, এস এম এস, মেসেজ, স্ট্যাটাস, কবিতা

ঈদ মোবারক পিক চার
ঈদ মোবারক পিক চার

ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে। টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে। ঈদ এলো জগতে, সালামি দিন নগদে। থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায়ে। বিকাশ আছে, নগদ আছে, সালামি না দিলে খবর আছে।

ঈদ মোবারক ছবি পিকচার ফটো
ঈদ মোবারক ছবি পিকচার ফটো




ঈদ মোবারক বা ঈদ মুবারক (আরবি: عيد مبارك‎‎) হলো মুসলিমদের একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছাবাক্য, যেটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় পরস্পরকে বলে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়ে থাকে। “ঈদ” শব্দের অর্থ আনন্দ বা উদ্‌যাপন; আর “মোবারক” শব্দের অর্থ কল্যাণময়। সুতরাং “ঈদ মোবারক” শব্দের অর্থ হলো ঈদ বা আনন্দ উদ্‌যাপন কল্যাণময় হোক। কিছু রাষ্ট্রে এই শুভেচ্ছা বিনিময় একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং কোন ধর্মীয় বাধ্যবাধকতার অংশ নয়। এই শুভেচ্ছাবাক্যটি শুধুমাত্র এই দুই মুসলিম উৎসবের সময় ব্যবহৃত হয়।


আঞ্চলিক বৈচিত্র‍্য

মুসলিম বিশ্বে ঈদুল আযহা ও ঈদুল ফিতরে শুভেচ্ছা জানানোর জন্য অন্যান্য অনেক শুভেচ্ছাবাক্য রয়েছে। ঈদুল ফিতরের সময় নবি মুহাম্মদ সাহাবিদের সাথে সাক্ষাতের সময় একে অপরকে বলতেন “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)।[১] মুসলিম বিশ্ব জুড়ে, ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনেক বৈচিত্র‍্য বিদ্যমান।

আরব বিশ্ব


আরব মুসলমানরা “ঈদ মোবারক” শব্দগুচ্ছ ব্যবহার করেন এবং দিনটির শুভেচ্ছা জানানোর জন্য তাদের আরো বিভিন্ন উপায় রয়েছে। কিছু আরব “কুল'আম ওয়ান্তুম বিখায়ের” (كل عام و تمنتم بخير) বলেন, যার অর্থ “আপনার প্রতিটি অতিবাহিত বছর ভাল যাক”। উপসাগরীয় রাষ্ট্রগুলিতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আরেকটি সাধারণ শব্দ রয়েছে যা হল “মিনাল আইদিন ওয়াল ফাইজিন” (من العايدين والفايزين), যার অর্থ “আমরা যেন [আরও একবার] পবিত্র হতে পারি এবং আমরা যেন [আমাদের রোজাতে] সফল হতে পারি”, এবং এটির উত্তর হিসেবে “মিনাল মাকবুলিনা ওয়াল ঘানিমিন” (من المقبولين والغانمين), যার অর্থ “[আমাদের সৎকর্ম আল্লহ দ্বারা] গ্রহণ হোক এবং আমরা যেন [স্বর্গ] জয় করতে পারি”।





Video:




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url