Qr কোড কি?যেভাবে Qr কোড তৈরি করবেন। যেভাবে কিউআর কোড স্ক্যান করবেন

Qr কোড কি?যেভাবে Qr কোড তৈরি করবেন। যেভাবে কিউআর কোড স্ক্যান করবেন।আপনি হয়ত অনেক জায়গায় কিউআর কোড দেখছেন নিশ্চয়। হয়ত ভেবেছেন এটা আবার কি। বিশেষ করে পন্য,খাদ্য পন্য ও বই এগুলোতেই বেশি দেখা যায়। 

কিউআর কোড কি?

কিউআর কোড হলো কুইক রেসপন্স কোড। যা প্রথম জাপানে ব্যবহার করা হয়। কিউআর কোডকে ২বার কোড ও বলা হয়ে থাকে। কিউআর কোড স্ক্যান করে তথ্য পাওয়া যায়।

যেভাবে কিউআর কোড তৈরি করবেন।


  • প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বারে গিয়ে লিখুন"https://www.qr-code-generator.com"
  • ধরুন আপনার ওয়েবসাইট এর লিংক দিয়ে একটা Qr কোড তৈরি করতে চাচ্ছেন। নিচের বক্স এ আপনার ওয়েবসাইট লিংক টি দিয়ে দিন।এবার " Create a qr code" লেখায় ক্লিক করুন।
  • "Download"লেখায় ক্লিক করুন।


  • কয়েক সেকেন্ড অপেক্ষা করে ডাওনলোড করুন।

    কিউআর ডাওনলোড

যেভাবে কিউআর কোড স্ক্যান করবেন।



  • কিউআর কোড স্ক্যান করার জন্য অ্যাপলিকেশন প্রয়োজন পরে। গুগল প্লে স্টোর থেকে Qr & Barcode Scanner অ্যাপটি ইন্সটল করে নিন।

  • অ্যাপটি ওপেন করলে ক্যামেরা এর মত দেখাবে। কোনো কিউআর এর সামনে ক্যামেরা টা নিন। তাহলে কিউ আর এর ভেতর কি আছে দেখা যাবে। ঠিক নিচের মত।
  • দেখুন আমাদের ওয়েবসাইট এর লিংক টা দেখাচ্ছে। 
ভিডিও ঃ

কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেজবুক পেজে মেসেজ করুন। আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করুন।


Next Post Previous Post
1 Comments
  • Saddam
    Saddam January 8, 2021 at 5:20 PM

    very good

Add Comment
comment url