সিমে এসএমএস এসে টাকা কেটে নিয়ে যাওয়ার সমাধান

আজকের টিউটোরিয়াল,Sim থেকে টাকা কেটে নিয়ে যাওয়ার সমাধান। আমাদের অনেকে এর সিমে দেখা যায় একটা এসএমএস এসে ফোন থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। আসলে এ সমস্যাতে সিম অপারেটর কোনো দায়ী না। কারন এ সমস্যা আপনিই সৃৃৃষ্টি করেছেন। আপনিই কোনো একটা সার্ভিস চালু করেছেন।
আরো পড়ুন: বাংলাদেশের জিপি,রবি,বাংলালিংক,এয়ারটেল এবং টেলিটক সিমের কোডগুলো দেখে নিন এক নজরে।
সার্ভিস চালু থাকার কারনে সিম থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ইন্টারনেট এর মাধ্যমে ও সার্ভিস চালু    হয়। তবে এ থেকে রেহাই এর পাওয়ার জন্য সিম অপারেটর কোড চালু রেখেছে। কোডটি ডায়েল করলেই সকল সার্ভিস অফ হয়ে যাবে। নিচে বিভিন্ন অপারেটর এর কোড গুলা দেওয়া হলো:
Grameenphone(গ্রামিনফোন) সিমে টাকা কেটে নিয়ে যাওয়ার সার্ভিস বন্ধ করতে : *121*6*4#

Robi(রবি) সিমে টাকা কেটে নিয়ে যাওয়ার সার্ভিস বন্ধ করতে : *123*6*13#

Banglalink(বাংলালিংক) সিমে টাকা কেটে নিয়ে যাওয়ার সার্ভিস বন্ধ করতে :  *121*5*1*2*1#

Airtel(এয়ারটেল) সিমে টাকা কেটে নিয়ে যাওয়ার সার্ভিস বন্ধ করতে : নেই

কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেজবুক পেজে মেসেজ করুন। আপনার বন্ধুদের জানিয়ে দিতে পোস্টি শেয়ার করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url