পাওয়ার/ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে?ফোনের টাচে ক্লিক করে স্কিনশট নিন

পাওয়ার/ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে?ফোনের টাচ এ ক্লিক করে স্কিনশট নিন।
ফোনের পাওয়ার বাটন অথবা ভলিউম বাটন নষ্ট হয়ে যায় অনেকের।তাদের ফোনে স্কিনশট নিতে সমস্যা হয়ে যায়।বিশেষ করে যারা টেকনোলজি নিয়ে ব্লগিং করে।এই রকম সমস্যা থেকে বাচতে উপায় আছে কি?উপায় তো আছেই।অনেকের এন্ড্রয়েড ফোনের বাটন ঠিকমতো কাজ করে না।কোন কারনে দ্রুত screenshot নেওয়ার প্রয়োজন পড়লে পাওয়ার/ভলিউম বাটন চেপে নিতে দেরি হয়ে যায়।তাই আজকে আপনাদের একটি অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দেব,অ্যাপ টি দিয়ে স্কিন এ টাচ করে বা আপনার ফোন ঝাঁকিয়ে স্কিনশট নিতে পারবেন।ফোন ঝাকিয়ে বা টাচ করে স্কিনশট নিতে Touch Screenshot অ্যাপ টি ইন্সটল করে নিন।যাদের ফোন নন-রুট তাদের ফোনে সাপোর্ট করবে।যাদের ফোন এন্ড্রয়েড ৫+ শুরুমাত্র তাদের ফোনে সাপোর্ট করবে।


যারা পাওয়ার/ভলিউম বাটন নষ্ট হওয়ার কারনে Screenshot নিতে পারছে না,তাদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url