খুব সহজে ৬০ দিনের আগেই ফেসবুকের নাম চেঞ্জ করার উপায়/নিয়ম

যেভাবে ৬০ দিন পর নয় ১ দিনেই ফেসবুকের নাম পরিবর্তন করবেন।
আজকের টিউটোরিয়াল,৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম পরিবর্তন করুন।ফেসবুক সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট।
জনপ্রিয় সোশ্যাল ওয়েবসাইট ফেসবুক একাউন্টের নাম ১ বার পরিবর্তন করার পর আবার নাম পরিবর্তন করার জন্য ৬০ দিন পর নাম চেঞ্জ করা লাগে।
৬০ দিন আগেই ফেসবুকের নাম পরিবর্তন করতে হলে আপনাকে কয়েকটি স্টেপ অনুসরন করতে হবে।

      কিভাবে ৬০ দিনের আগে ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করা যায়


      ৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম চেন্জ করুন।

      1. ৬০ দিনের আগে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে প্রথমে ফেসবুকে লগিন করে Settings & Privacy>General>Name এ যান। Learn more লেখায় ক্লিক করুন।
        ৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম চেন্জ করুন।
      2. Please let us know লেখায় ক্লিক করুন।
        ৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম চেন্জ করুন।
      3. তিনটি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে আপনার প্রথম নাম দিন। যেমন: মোঃ।২য় ঘরে আপনার নাম দিন।যেমনঃ জামাল।৩য় ঘরে আপনার পদবি দিন।যেমনঃমিয়া। 
        ৬০ দিন নয় মাএ ৩ দিনে ফেসবুকের নাম চেন্জ করুন।
      4. Reason for this change এর জায়গায় Legal name change দিয়ে দিন।Choose files এ আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ছবি তুলে দিয়ে দিন। সবশেষে Send এ প্রেস করুন।
      কিছুক্ষন অপেক্ষা করুন আশা করি আপনার ফেসবুকের নাম পরিবর্তন হয়ে যাবে।
      ভিডিওঃ


      আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন। না বুঝলে কমেন্ট করুন।
      Tags:60,৬০,চেঞ্জ,পরিবর্তন,উপায়,নিয়ম,কিভাবে,ফেসবুক,facebook
      Next Post Previous Post
      No Comment
      Add Comment
      comment url