ফোঁড়া ড্রেসিং করলে কি রোজা ভেঙে যাবে?

ফোঁড়া ড্রেসিং করলে কি রোজা ভেঙে যাবে?
প্রশ্নঃরোজা রাখা অবস্থায় দেহে যদি ফোঁড়া হয় এবং ফোড়াটি যদি ড্রেসিং করা হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে?
উত্তরঃএখানে শরীর থেকে রক্ত বের হবার ফলে রোজা ভাঙবে কিনা, সেটি হচ্ছে আসল প্রশ্ন। না, শরীর থেকে রক্ত বের হওয়ার ফলে রোজা ভাঙবে না। তবে এই ড্রেসিং করতে গিয়ে,রক্ত দিতে গিয়ে অথবা অন্য যেকোনো কারণে দেহ থেকে রক্ত বের করতে গিয়ে যদি দেহ এতটাই দুর্বল হয়, যার ফলে আপনাকে রোজা ভেঙে ফেলতে হতে পারে, সেক্ষেত্রে ড্রেসিং রাতে করতে পারলে সেটাই সবচাইতে ভালো হবে।তবে ফোঁড়া থেকে অল্প পরিমাণে রক্ত বের হয়, ড্রেসিং করে ফেললে, সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে—রোজার কোনো ক্ষতি হবে না। কারণ আপনিতো কিছু গ্রহণ করছেন না। রোজা ভাঙে মূলত দেহে কিছু গ্রহণ করলে।
সূত্রঃ  আপনার জিজ্ঞাসা"এনটিভি"
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url