যেভাবে এসএসসি রেজাল্ট বের করবেন

এসএসসি রেজাল্ট বের করবেন যেভাবে
তথ্য ও প্রযুক্তির যুগে এখকার শিক্ষার্থীদের এসএসসি রেজাল্ট জানতে দৌড়া-দৌড়ি করা লাগে না। যদি থাকে, হাতের কাছে ফোন। আজকের দিনে সরকারের নিদিষ্ট সাইটের মাধ্যমেই জানা যাচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট। এছাড়া জানা যাচ্ছে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট। 

ওয়েব-সাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট পাওয়াঃ



  • আপনার মূল্যবান এসএসসি রেজাল্ট বের করতে প্রথমে ব্রাউজারের এড্রেস বারে লিখুন www.educationboardresults.gov.bd
  • আপনি কোন পরীক্ষা দিয়েছেন, আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন,আপনি কোন বোর্ড এর শিক্ষাথী,রোল নাম্বার,রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচা পূরন করে সাবমিট এ ক্লিক করুন। দেখবেন আপনার রেজাল্ট আপনার সামনে।
আরো পড়ুনঃ মার্কশীট সহ পরীক্ষার রেজাল্ট বের করবেন যেভাবে।

এসএমএস এর মাধ্যমে  এসএসসি রেজাল্ট পাওয়াঃ


আপনার মূল্যবান এসএসসি রেজাল্ট জানতে প্রথমে আপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন, SSC<ফাকা>ইংরেজিতে বোর্ড এর তিনটি অক্ষর<ফাকা>রোল নাম্বার<ফাকা>বছর লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url