ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে আইডির নিরাপত্তা বাড়ানোর উপায়
ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন হলো ফেসবুক ব্যবহারকারীর জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা। যা আপনার ফেসবুক একাউন্টকে নিরাপত্তা প্রদান করে।টু স্টেপ ভেরিফিকেশন হলো ফেসবুকের একটি উন্নতর ব্যবস্থা।যা আপনার ফেসবুক পাসওয়ার্ড সহ আপনার একাউন্টকে রক্ষা করতে সহয়তা করে। আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু করেন তাহলে আপনাকে বিবেচনা করার জন্য আপনার সিমে একটি মেসেজ আসবে,মেসেজে একটি কোড থাকবে যা দিয়ে আপনাকে আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করতে হবে।এটি একটি সহজ প্রক্রিয়া।টু স্টেপ ভেরিফিকেশন করতে আপনার ফেসবুক একাউন্টে লগিন থাকা লাগবে।
যেভাবে ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন।
- ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন অন করতে প্রথমে ফেসবুক লাইট থেকে একাউন্টে প্রবেশ করে "Settings" এ যান।
- "Account settings" এ ক্লিক করুন।
- তারপর "Security and Login"এ ক্লিক করুন।
- "two-factor authentication"এ ক্লিক করুন।
- "Set Up"লেখায় প্রেস করুন।
- "Start Setup" লেখায় ক্লিক করুন।
- আপনার ফোন নাম্বার দিয়ে"Continue"লেখায় ক্লিক করুন।(যেই নাম্বারটি আপনার ফোনে সব সময় থাকে,সেই নাম্বারটি দিন।যেই নাম্বারটি দিবেন সেই নাম্বারে মেসেজ যাবে)
- আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটি কোড দেয়া হবে।ফাকা ঘরে কোডটি দিয়ে"Confirm" এ ক্লিক করলেই আপনার ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে।
আপনার বন্ধুদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।