ফোনের লক ভুলে গেলে যা করবেন
এন্ড্রয়েড ফোন নিরাপত্তার জন্য আমরা বিভিন্ন লক করে থাকি। আর এই লক ভুলে গেলে ভোগান্তির শেষ থাকে না। এ সমস্যা থেকে বাচতে ফোন রিসেট করতে হয়। তাহলে জেনে নেওয়া যাক
যেভাবে ভুলে যাওয়া প্যাটার্ন লক আনলক করবেন।
- আপনার ফোন আনলক করতে ফোনটি বন্ধ করুন।
- একসঙ্গে Up volume key, Power button, Home button চেপে ধরুন যতক্ষন না পর্যন্ত Recovery Mode Screen লেখাটি আসে।
- এর পরে ভলিউম কি ব্যবহার করে 'Wipe data/Factory reset' অপশনে আসুন। সিলেক্ট করার জন্য হোম বাটন প্রেস করুন।
- কনফার্ম করার জন্য আরেক টি পেজ আসবে। আপনি Yes বাটনে ক্লিক করে কনফার্ম করুন।
- এর পর কিছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন কিছক্ষন পর একা-একাই ফোনটি অন হয়েছে।
আরো পড়ুনঃ ফোন চার্জ দেয়ার সঠিক উপায়। |
কিছু কথা:
এ প্রদ্ধুতিতে আপনি কিছু সমস্যায় পড়তে পারেন। যেমনঃ
- আপনার ফোনের কাস্টমাইজ করা সেটিং মুছে যাবে।
- ফোন মেমোরিতে সেভ করা নাম্বার মুছে যাবে।
- ফোন মেমোরির সমস্ত ফাইল ও অ্যাপ গুলা ডিলিট হয়ে যাবে।
- আপনার আবার ফোনটি পুনরায় সাজাতে হবে।
আরো পড়ুনঃ ফোনে দ্রুত চার্জ চলে যাওয়ার সমাধান। |