ঝড়/বজ্রপাতের সময় কি করা উচিৎ? বজ্রপাত থেকে বাচার উপায়

বজ্রপাতকে গ্রামের ভাষায় বলা হয় ঠাটা। বজ্রপাতে প্রতি বছর দেশের অনেক মানুষ মারা যায়। বিশেষ করে গ্রামের মানুষের জীবন-যাত্রা কঠিন হয়ে পড়ে এই দিনে। বজ্রপাতের সময় আমাদের কি করা উচিৎ এ বিষয়ে বিজ্ঞানিরা আমাদের কিছু পরামর্শ দিয়েছে। নিম্নে টিপস গুলো দেওয়া হলোঃ
  • ঝড়ের সময় ধাতব কল,লোহার পাইপ, সাবল ইত্যাদি স্পর্শ করবেন না।
  • খোলা মাঠে কয়েক জন একত্রে থাকলে প্রতিজন ৫০-১০০ মিটার দূরে সরে যান।
  • খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে দাড়াবেন না। গাছ থেকে ৪মিটার দূরে থাকুন।
  • ব্লডিং এ বজ্র নিধোরক দণ্ড আছে কিনা নিশ্চিত হন।
  • বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা না থাকে তাহলে এক কক্ষে সবাই না থেকে, ভিন্ন ভিন্ন কক্ষে চলে যান।
  • বৈদ্যুতিক ও বৈদ্যুতিক তার থেকে দূরে থাকার চেস্টা করুন।
  • এপ্রিল ও জুন মাসে বেশি বজ্রপাত হয় তাই আকাশ কালো দেখলে ঘরে থাকার চেষ্টা করুন।
  • বজ্রপাতের সময় জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না।
  • বজ্রপাতের সময় খোলা মাঠ বা উঁচু মাঠের নিচে দাড়াবেন না।
  • বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের ওপর ভর করে বসে পড়ুন।
  • বজ্রপাতের সময় গাড়িতে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সাথে শরীর স্পর্শ করবেন না।

উপরোক্ত টিপস গুলো মেনে চলার চেষ্টা করুন। এ ছাড়া আপনার বন্ধুদের টিপসটি শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে আমাদের টুইটারে মেসেজ করুন। আমরা আপনার উত্তর দিয়ে দেব।
Next Post Previous Post
4 Comments
  • বিদ্যান২৪ ডট কম
    বিদ্যান২৪ ডট কম May 18, 2021 at 6:30 AM

    Very nice দাদা

    • Samim
      Samim May 18, 2021 at 7:21 AM

      Thanks

  • বিদ্যান২৪ ডট কম
    বিদ্যান২৪ ডট কম May 18, 2021 at 6:32 AM

    Very nice দাদা

    • Samim
      Samim May 18, 2021 at 7:20 AM

      ধন্যবাদ

Add Comment
comment url