আপনার কপি করা টেক্সট এখন থেকে আর কখনও হারাবে না।Clipboard Actions
কপি শব্দটির সাথে পরিচয় অনেকের। কোনো ফাইল/শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে কপি অপশনটির প্রয়োজন পরে।"ক"প্রথমে কপি করে রাখলে,পরে আবার"খ"কপি করলে ক এর অতিত্ব থাকে না।যদি এমন হতো কোনো শব্দ কপি করলে আর হারাবে না,ফোনে থেকে যাবে।ঠিক এই রকম সুবিধা নিয়ে গুগল প্লে স্টোর দারুন একটি অ্যাপ আপলোড করা হয়েছে।Clipboard Actions অ্যাপটির নাম।গুগল প্লে স্টোর এ দশ হাজার এর বেশি ডাওনলোড করা হয়েছে।অ্যাপটির রেটিং ৪.৭।
আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।