নামাজ পড়ার সঠিক নিয়ম কানুন।নামাজ শিক্ষা অ্যাপ
নামাজের যে কত গুরুত্ব সেটা পবিত্র আল কুরআন এ লেখা আছে।নামাজের গুরুত্ব অপরিসীম।নামাজের সঠিক নিয়ম কানুন অনেকেই জানে না।এক সময় নামাজ শেখার জন্য মানুষ ঘুরাঘুরি করেছে।কিন্তু বর্তমান আধুনিক যুগ।এখন পৃথিবী হাতের মুঠোয়।আপনার সাধের হাতের স্মার্টফোন দিয়েই শেখা নামাজ।এরকমই একটি দারুন অ্যাপ গুগল প্লেষ্টোরে আপলোড করা হয়েছে।এই অ্যাপটিতে নামাজের সকল নিয়ম কানুন পেয়ে যাবেন।এই অ্যাপটির নাম নামাজ শিক্ষা।সাইজ ৪.৫ এমবি।অ্যাপটিতে নামাজের ফজিলত,নামাজ পরিত্যাগের শাস্তি,নারী এবং পুরুষের নামাজে পার্থক্য,নামাজের নিষিদ্ধ সময়,নামাজের নিষিদ্ধ কার্যাবলী,ক্কাজা নামাজের বিবরণ,মাসবুকের নামাজের বিবরণ,নামাজ ফরজ হওয়ার শর্ত,অজুর নিয়মাবলী,নামাজের আহকামসমূহ,নামাজের আরকানসমূহ,নামাজের ওয়াজিবসমূহ,নামাজের সূন্নাতসমূহ,নামাজের মোস্তাহাবসমূহ,নামাজের ভঙ্গের কারণসমূহ,নামাজের ওয়াক্ত ও রাকাতসমূহ,নামাজের প্রয়োজনীয় দোয়াসমূহ ইত্যাদি পাবেন।
আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।