গুগল নিয়ে যত প্রশ্ন

গুগল
প্রশ্নঃ গুগল কি?
উত্তরঃ গুগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন।এটি সার্চ ইঞ্জিন এর পাশাপাশি ফ্রি ইমেইল সহ নানা ধরনের সুবিধা দিয়ে যাচ্ছে।
প্রশ্নঃ গুগল সার্চ এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ গুগল এর প্রতিষ্ঠাতা দুজন। একজনের নাম ল্যারি পেইজ এবং আরেক জনের নাম সের্গেই ব্রিন।

প্রশ্নঃ গুগল সার্চের নিয়ম?
উত্তরঃ প্রথমে আপনার ব্রাউজার এড্রেস বারে "Google.com" লিখে ইন্টার বাটনে প্রেস করুন। পরে আপনি যা জানতে চান তাই লিখে সার্চে ক্লিক করুন।

প্রশ্নঃ গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ গুগল প্রতিষ্ঠিত হয় ৪ সেপ্টেম্বর ১৯৯৮ সালে।

প্রশ্নঃ গুগল কোন দেশের?

উত্তরঃ গুগল একটি মার্কিন বহুজাতিক কোম্পানি।

প্রশ্নঃ গুগলের মালিক কে?

উত্তরঃ গুগল এর মালিক দুজন। একজনের নাম ল্যারি পেইজ এবং আরেক জনের নাম সের্গেই ব্রিন।

প্রশ্নঃ গুগল এর জনক কে?

উত্তরঃ গুগলের জনক সার্জেই বিন।

টেকনোলজি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন।আমরা দেখা মাত্রই কমেন্টের উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করবো।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url