কিভাবে ফেসবুক পেজ ডিলিট করব
ছবিঃফেসবুক সংগ্রহীত |
হাই বন্ধুরা,সবাই কেমন আছেন?আমি আল্লাহর রহমতে ভালোই আছি।অনেক দিন পর একটু লেখালেখি করতে বসলাম।আজকের ট্রিকটি হচ্ছে,ফেসবুক পেজ বন্ধ/ডিলিট করার উপায়।ফেসবুক পেজ ডিলিট করতে হলে,অবশ্যই আপনাকে যেই পেজটি Delete করতে চাচ্ছেন, সেই পেজের এডমিন হতে হবে। যদি আপনি পেজটির admin হয়ে থাকেন তাহলে,
- প্রথমে ফেসবুকে লগইন করে আপনার পেজে যান।
- আপনার page এর উপরে থাকা Settings থেকে General লেখায় ক্লিক করুন।
- এবার Remove Page লেখার উপর ক্লিক করুন।
- পাশে Permanently Delete (পেজের নাম) একটি লিংক পাবেন। লিংকটিতে ক্লিক করুন।
- সবশেষে আপনাকে একটি পপ আপ মেসেজ দিবে। এখানে Delete বাটনে ক্লিক করতে হবে।
আশা করি ট্রিকটি আপনার কাছে ভালো লেগেছে।এই রকম আরো ট্রিক পেতে কিভাবে২৪ ডট কম এর সাথে থাকুন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দেয়ার চেষ্টা করবো।সবাই ভালো থাকুন।খোদা হাফেজ।
Tags: ফেসবুক পেজ ডিলিট করার উপায়, ফেসবুক পেজ বন্ধ করার উপায়,কিভাবে ফেসবুক পেজ ডিলিট করব
Tags: ফেসবুক পেজ ডিলিট করার উপায়, ফেসবুক পেজ বন্ধ করার উপায়,কিভাবে ফেসবুক পেজ ডিলিট করব