ফেসবুকে continue reading এর ভিতর কিভাবে লিঙ্ক দিবেন?

ছবি:ফেসবুক। সংগ্রহীত 
আজকের ট্রিক,ফেসবুকে continue reading এর ভিতর লিঙ্ক দেয়ার উপায়।হ্যালো বন্ধরা,আপনারা সবাই কেমন আছেন?আমি ভালোই আছি।অনেক দিন পর একটু লেখালেখি করতে বসলাম।continue reading এর ভেতর লিংক দিতে পারবেন তবে ফেসবুক পেজের লিংক।ওয়েবসাইট বা ওয়েবপেজ এর লিংক  নয়।
continue reading এর ভেতর লিংক দিতে হলে প্রথমত,আপনার পেজের আইডি কোড বের করতে হবে।এই জন্য প্রথমে আপনার ফেসবুকে লগিন করার পর পেজে যাওয়ার পর ইউআরএল(url) এর জায়গায় একটি Link পাবেন,সেখানে আপনার code দেওয়া থাকবে। যেমন আমার পেইজের লিংক হলো:https://facebook.com/banglatips-440523037312865/
এখানে আমার পেইজের কোড হলো:440523037312865।
Continue Reading এর ভেতর পেজ এর লিংক দিতে নিচের মত লিখতে হবে:
@+[পেজ কোড:] আপনার ছোট একটি লোভনীয় স্ট্যাটাস @@+[0:[পেজ কোড:1:Continue Reading]] বিঃদ্র:(+ টা উঠিয়ে দিয়ে ভুলবেন না।)
যেমনঃ
@[440523037312865:করুন] dial *500*10* to get 2 gb free gp internet @@[0:[440523037312865:1:continue reading]]

আশা করি আপনি বুঝতে পেরেছেন।ফেসবুক সমর্ন্ধে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।আমরা আপনার প্রশ্নটি পড়া মাত্রই উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করব।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্ট টি শেয়ার করুন। ফেসবুকে continue reading এর ভিতর কিভাবে লিঙ্ক দিবেন?
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url