বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মান

মুদ্রার নাম
ছবিঃমুদ্রা
পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রার নাম
মুদ্রা পণ্য অথবা সেবা আদান-প্রদান এর জন্য একটি বিনিময় মাধ্যম।এটি অর্থের একটি ধরন। অর্থ হচ্ছে সেই সকল বস্তু যা বিনিময় এর মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় । কারেন্সি জোন অথবা মুদ্রা এলাকা হচ্ছে একটি দেশ বা এলাকা যেখানে একটি নির্দিষ্ট মুদ্রাই অর্থনীতির প্রধান বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।আরো জানুনঃ উইকিপিডিয়া থেকে।

মুদ্রার নামসমূহ:

১.বাংলাদেশের মুদ্রার নাম কি?
উত্তরঃ টাকা।
২.ভারতের মুদ্রার নাম কি?
উত্তরঃ রুপি।
৩.পাকিস্তানের মুদ্রার নাম কি?
উত্তরঃ রুপি।
৪.মালদ্বীপের মুদ্রার নাম কি?
উত্তরঃ রুপিয়া।
৫.নেপালের মুদ্রার নাম কি?
উত্তরঃ রুপি।
৬.শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
উত্তরঃ রুপি।
৭.আফগানিস্তানের মুদ্রার নাম কি?
উত্তরঃ আফগানি।
৮.ইরাকের মুদ্রার নাম কি?
উত্তরঃ দিনার।
৯.মায়ানমারের মুদ্রার নাম কি?
উত্তরঃ কিয়াত।
১০.চীনের মুদ্রার নাম কি?
উত্তরঃ উয়ান।
বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মান, বিভিন্ন দেশের মুদ্রার নাম pdf
১১.জাপানের মুদ্রার নাম কি?
উত্তরঃ ইয়েন।
১২.ইরানের মুদ্রার নাম কি?
উত্তরঃ রিয়াল।
১৩.ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ রুপিয়া।
১৪.সৌদি আরবের মুদ্রার নাম কি?
উত্তরঃ রিয়াল।
১৫.সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম কি?
উত্তরঃ দিরহাম।
১৬.জর্ডানের মুদ্রার নাম কি?
উত্তরঃ দিনার।
১৭.ওমানের মুদ্রার নাম কি?
উত্তরঃ ওমানি রিয়াল।
১৭.আমেরিকার মুদ্রার নাম কি?
উত্তরঃ ডলার।
১৮.রাশিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ রুবল।
১৯.জার্মানের মুদ্রার নাম কি?
উত্তরঃ ইউরো।
২০.গ্রীসের মুদ্রার নাম কি?
উত্তরঃ ইউরো।
বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মান,বিভিন্ন দেশের মুদ্রার নাম pdf
২১.ইতালির মুদ্রার নাম কি?
উত্তরঃ ইউরো।
২২.ফ্রান্সের মুদ্রার নাম কি?
উত্তরঃ ইউরো।
২৩.মিশরের মুদ্রার নাম কি?
উত্তরঃ মিশর পাউন্ড।
২৪.রোমানিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ রোমানিয়ান লিউ।
২৫.ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ কুনা।
২৬.হাঙ্গেরীর মুদ্রার নাম কি?
উত্তরঃ হাঙ্গেরিয়ান ফোরিন্ট।
২৭.অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ ডলার।
২৮.তুরস্কের মুদ্রার নাম কি?
উত্তরঃ লিরা।

২৯.যুক্তরাজ্যের/ইংল্যান্ডের মুদ্রার নাম কি?
উত্তরঃ পাউন্ড স্টার্লিং।
৩০.নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি?
উত্তরঃ ডলার।
বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মান, বিভিন্ন দেশের মুদ্রার নাম pdf
৩১.উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ ওন।
৩২.দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
উত্তরঃ ওন।
৩৩.কানাডার মুদ্রার নাম কি?
উত্তরঃ ডলার।
৩৪.কাজাকিস্তানের/কাজাখস্তানের মুদ্রার নাম কি?
উত্তরঃ কাজাখস্তানি টেঙ্গে।
৩৫.কাতারের মুদ্রার নাম কি?
উত্তরঃ রিয়াল।
৩৬.সিঙ্গাপুরের মুদ্রার নাম কি?
উত্তরঃ ডলার।

৩৭.আর্জেন্টিনার মুদ্রার নাম কি?
উত্তরঃ পেসো।
৩৮.ব্রাজিলের মুদ্রার নাম কি?
উত্তরঃ রিয়েল।
৩৯.ডেনমার্কের মুদ্রার নাম কি?
উত্তরঃ ডেনিশ ক্রোন।
৪০.চিলির মুদ্রার নাম কি?
উত্তরঃ চিলিয়ান পেসো।
বিভিন্ন দেশের মুদ্রার নাম ও মান,বিভিন্ন দেশের মুদ্রার নাম pdfভুল হলে কমেন্ট এ জানান।আপনার কাছে যদি এই রকম আরো তথ্য থাকে কমেন্টে জানান।আমারা পোস্টে যোগ করে দিবো।আপনার বন্ধুদের জানিয়ে দিতে ফেসবুকে শেয়ার করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url