পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানীর নাম
রাজধানী একটি দেশ, রাজ্য, বা অঞ্চলের কেন্দ্রীয় শহর ,যেখান থেকে দেশের সরকার পরিচালিত হয়। সাধারণত রাজধানী শহরেই সংশ্লিষ্ট সরকারের সকল প্রকার সভা ও অধিবেশন ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে ও এটি সাধারনভাবে সংশ্লিষ্ট দেশের সরকার বা আইন দ্বারা সিদ্ধ থাকে । ক্ষেত্রবিশেষে দেশ বা রাজ্যের আইন সভা বিভিন্ন অঞ্চলে বিভক্ত থাকে।আরো জানুনঃ উইকিপিডিয়া থেকে
রাজধানীর নামসমূহ:
১.বাংলাদেশের রাজধানীর নাম কি?
উত্তরঃ ঢাকা।
২.ভারতের রাজধানীর নাম কি?
উত্তরঃ নয়াদিল্লী।
৩.পাকিস্তানের রাজধানীর নাম কি?
উত্তরঃ ইসলামাবাদ।
৪.মালদ্বীপের রাজধানীর নাম কি?
উত্তরঃ মালে।
৫.নেপালের রাজধানীর নাম কি?
উত্তরঃ কাঠমুন্ডু।
৬.শ্রীলঙ্কার রাজধানীর নাম কি?
উত্তরঃ শ্রীজয়াবর্ধনপুরা কোর্টে।
৭.আফগানিস্তানের রাজধানীর নাম কি?
উত্তরঃ কাবুল।
৮.ইরাকের রাজধানীর নাম কি?
উত্তরঃ বাগদাদ।
৯.মায়ানমারের রাজধানীর নাম কি?
উত্তরঃ পিয়ানমানা।
১০.চীনের রাজধানীর নাম কি?
উত্তরঃ বেইজিং।
১১.জাপানের রাজধানীর নাম কি?
উত্তরঃ টোকিও।
১২.ইরানের রাজধানীর নাম কি?
উত্তরঃ তেহরান।
১৩.ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ জাকার্তা।
১৪.সৌদি আরবের রাজধানীর নাম কি?
উত্তরঃ রিয়াদ।
১৫.সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি?
উত্তরঃ আবুধাবী।
১৬.জর্ডানের রাজধানীর নাম কি?
উত্তরঃ আম্মান।
১৭.ওমানের রাজধানীর নাম কি?
উত্তরঃ মাসকট।
১৭.আমেরিকার রাজধানীর নাম কি?
উত্তরঃ ওয়াশিংটন।
১৮.রাশিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ মস্কো।
১৯.জার্মানের রাজধানীর নাম কি?
উত্তরঃ বার্লিন।
২০.গ্রীসের রাজধানীর নাম কি?
উত্তরঃ এথেন্স।
২১.ইতালির রাজধানীর নাম কি?
উত্তরঃ রোম।
২২.ফ্রান্সের রাজধানীর নাম কি?
উত্তরঃ প্যারিস।
২৩.মিশরের রাজধানীর নাম কি?
উত্তরঃ কায়রো।
২৪.রোমানিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ বুখারেস্ট।
২৫.ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ জাগরেব।
২৬.হাঙ্গেরীর রাজধানীর নাম কি?
উত্তরঃ বুদাপেস্ট।
২৭.অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ ক্যানবেরা।
২৮.তুরস্কের রাজধানীর নাম কি?
উত্তরঃ আঙ্কারা।
২৯.যুক্তরাজ্যের/ইংল্যান্ডের রাজধানীর নাম কি?
উত্তরঃ লন্ডন।
৩০.নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি?
উত্তরঃ ওয়েলিংটন।
৩১.উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ পিয়ংইয়ং।
৩২.দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ সিউল।
৩৩.কানাডার রাজধানীর নাম কি?
উত্তরঃ অটোয়া।
৩৪.কাজাকিস্তানের/কাজাখস্তানের রাজধানীর নাম কি?
উত্তরঃ আস্তানা।
৩৫.কাতারের রাজধানীর নাম কি?
উত্তরঃ দোহা।
৩৬.সিঙ্গাপুরের রাজধানীর নাম কি?
উত্তরঃ সিঙ্গাপুর সিটি।
৩৭.আর্জেন্টিনার রাজধানীর নাম কি?
উত্তরঃ বুয়েনস এইরেস
৩৮.ব্রাজিলের রাজধানী নাম কি?
উত্তরঃ ব্রাসিলিয়া।
৩৯.ডেনমার্কের রাজধানীর নাম কি?
উত্তরঃ কোপেনহেগেন।
৪০.চিলির রাজধানীর নাম কি?
উত্তরঃ সাণ্টিয়াগো।
ভুল হলে কমেন্ট এ জানান।আপনার কাছে যদি এই রকম তথ্য থাকে কমেন্টে জানান।আমারা পোস্টে যোগ করে দিবো।আপনার বন্ধুদের জানিয়ে দিতে ফেসবুকে শেয়ার করুন।
ভুল হলে কমেন্ট এ জানান।আপনার কাছে যদি এই রকম তথ্য থাকে কমেন্টে জানান।আমারা পোস্টে যোগ করে দিবো।আপনার বন্ধুদের জানিয়ে দিতে ফেসবুকে শেয়ার করুন।