এডমিন মানে কি?ফেসবুক পেজের এডমিন যোগ করবো কিভাবে

facebook page admin
ফেসবুক পেজের এডমিন যোগ করবো কিভাবে
প্রিয় পাঠক,আসসালামু আলাইকুম?আশা করি আপনি ভালো আছেন।আজকে আমি নতুন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি।ট্রিকটি হলোঃফেসবুক পেজের এডমিন যোগ করবো কিভাবে


এডমিন মানে কি?

"এডমিন মানে কি,এডমিন শব্দের অর্থ কি" এই রকম প্রশ্ন অনেকের মনেই থাকে।administration এর সংক্ষেপ্ত রুপ হচ্ছে admin । administration একটি ইংরেজি শব্দ তাই এর আভিধানিক অর্থ হচ্ছে প্রশাসন।আপনার মনে হয়তো কখনও প্রশ্ন জেগেছে,ফেসবুকে লক্ষ লক্ষ পেজ আছে। এই পেজগুলো  কে চালায়?
এসব পেজ কেউ না কেউ পরিচালনা,নিয়ন্ত্রণ করে।একটি পেজের বিভিন্ন রোল থাকে।যেমনঃAdmin,Editor,Moderator ইত্যাদি।এসব রোলের ভেতর সবোর্চ্চ পদ হলো এডমিন।এডমিন পেজের সকল নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে।
এডমিন মানে কি এডমিন অর্থ কি এডমিন কাকে বলে এডমিন শব্দের অর্থ কি


ফেসবুক পেজের এডমিন যোগ করবো কিভাবে

  1. তো সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল ফোনের ফেসবুক লাইট ওপেন করে লগইন করতে হবে।
  2. আপনার সাধের পেজে গিয়ে  ত্রিপুল ডট(...) লেখায় ক্লিক করে edit settings লেখায় ক্লিক করুন।
    edit settings facebook
  3. এরপর Page roles লেখায় ক্লিক করুন।
    Page roles facebook
  4. Add person to page লেখায় ক্লিক করুন।
    Add person to page facebook
  5. আপনি যাকে এডমিন বা ইডিটর বা অথর করতে চান,তার নাম সার্চ বক্স এ দিয়ে সার্চ করুন।
  6. এবার Choose page  role লেখায় ক্লিক করুন এবং তাকে এডমিন/ইডিটর/অথর সিলেক্ট করে add  লেখায় ক্লিক করুন।
    Choose page  role facebook
  7. পরবর্তীতে আপনাকে পাসওয়ার্ড চাইতে পারে।চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন।
  8. তারপর দেখবেন pending people দেখাচ্ছে তাকে।যদি সে একসেপ্ট করে তাহলে পেজের এডমিন হয়ে যাবে।
    pending people
ভিডিওঃঃ

আশা করি ট্রিকটি আপনার কাছে ভালো লেগেছে।এই রকম আরো ট্রিক পেতে আমাদের সাথে থাকুন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দেয়ার চেষ্টা করবো।সবাই ভালো থাকুন।খোদা হাফেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url