ওয়েবসাইটে কোড শেয়ার করতে চান?কিভাবে html কোড বক্স করে ওয়েবসাইটে পোস্ট করবেন
চিত্রঃএইচটিএমএল কোড। |
আসসালামু য়ালাইকুম?প্রিয় পাঠকগন কেমন আছেন?হয়ত ভালো।আমি ভালো আছি।আজ আমি আপনাদের কাছে নতুন একটি পোস্ট শেয়ার করবো।আজকের পোস্টটি হলো,কিভাবে এইচটিএমএল কোড বক্স করে ওয়েবসাইটে পোস্ট করবেন।
আপনি হয়ত আপনার ব্লগে কোডিং সম্পর্কিত পোস্ট করতে চান অথবা কোনো কোড দিতে চান?তাই আপনার ব্লগ পোস্টে এইচটিএমএল কোড বক্স ইউজ করতে হবে।কারণ এটি আপনার ব্লগ পোস্ট থেকে আলাদাভাবে আপনার কোড দেখাবে,যাতে ব্লগের পাঠকগন সহজে কোডটি কপি করতে পারে।তাছাড়া সাধারণ ভাবে কোড দিলে পাঠকদের কপি করতে সমস্যা হয়, প্রায়ই কোড কাজ করে না।তাই আজকের পোস্টে আমি আপনাকে এইচটিএমএল কোড বক্স করে পোস্ট করার জন্য পদ্ধতি শেয়ার করবো।নিচে ডিমো দেখে নিন।
Html কোড বক্স করে ওয়েবসাইটে পোস্ট করা জন্য কোডঃ
<textarea rows="4" cols="99%">এখানে কোড দিবেন</textarea>
আশা করি ট্রিকটি আপনার কাছে ভালো লেগেছে।এই রকম আরো ট্রিক পেতে আমাদের সাথে থাকুন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দেয়ার চেষ্টা করবো।সবাই ভালো থাকুন।খোদা হাফেজ।