কি আর কী মধ্যে পার্থক্য ও ব্যাবহার

কী ও কি এর পার্থক্য
চিত্রঃ কী ও কি এর পার্থক্য।
কি আর কী মধ্যে পার্থক্য ও ব্যাবহার। হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটি শিক্ষনীয় বিষয় নিয়ে হাজির হয়েছি।বিষয়টি হচ্ছে,কী এবং কি কোনটি সঠিক? এই প্রশ্নটি আমার মনেও ছিলো।অনেক বাংলাবিদ,ওয়েবসাইট ঘেটে আপনাদের সামনে উত্তরটি  নিয়ে হাজির হয়েছি।

কি নাকি কী?কোনটি সঠিক?


কি এবং কি দুটোই সঠিক! অবাক হলেন?অবাক হওয়ার কিছুই নেই।কি এবং কি দুটোই সঠিক হয়েও এর অবস্থান ভিন্ন ভিন্ন।

কি

"কি" হচ্ছে এককথায় উত্তর দেয়ার ক্ষেত্রে বসে। অথবা যেসব প্রশ্নের উত্তর ঘাড় অথবা মাথা নেড়েই উত্তর দেয়া যায় অর্থাৎ  হ্যা/না বলেই উত্তর দেয়া যায়।  
যেমনঃ
১.তুমি কি খাবার খেয়েছো?
উত্তরঃ হ্যা খেয়েছি।

২.গোসল করবে কি?
উত্তরঃহ্যা,করবো।
৩.তুমি কি স্কুলে যাবে?
উত্তরঃ হ্যা যাবো।
উপরের প্রশ্ন-উত্তরগুলো লক্ষ করে দেখলে,এককথায় উত্তর পাওয়া যায়। 

কী

"কী" হচ্ছে ব্যাপক অর্থ প্রকাশ করে এমন প্রশ্নকে বোঝায়।অথবা যেসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে দেয়া যায় না সেসব প্রশ্ন করতে ‘কী’ ব্যবহার করতে হয়।
উদাহরহনঃ
১. ব্যবসায় কী?
উত্তরঃ মানুষের অভাব মোচনের লক্ষ্যে ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে পন্য দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন,বন্টন এবং সহায়ক সকল বৈধ কাজকে ব্যবসায় বলে।

২.পরিবেশ কী?
উত্তরঃ আমাদের চারপাশে যা কিছু আছে তাকে আমাদের পরিবেশ বলে।
৩.ওয়েবসাইট কী?
উত্তরঃ ইন্টারনেটের সাথে যথাযথভাবে সংযুক্ত কোনাে কম্পিউটারের বরাদ্দকৃত স্পেস বা লােকেশন যাতে এক বা একাধিক ওয়েবপেজ সংরক্ষণ করে রাখা যায় তাকে ওয়েবসাইট বলে।
ওপরের প্রশ্ন-উত্তরগুলো  লক্ষ করলে দেখা যায়,এসব প্রশ্নের উত্তর একথায় দেয়া যায় না।

আশা করি বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন।আপনার প্রিয়জনদের জানিয়ে দিতে পোষ্টটি শেয়ার করুন।

Tags:কি আর কী মধ্যে পার্থক্য,কি ও কী এর ব্যাবহার,difference between কি and কী,কি নাকি কী,কি বনাম কী
Tags:কি আর কী মধ্যে পার্থক্য,কি ও কী এর ব্যাবহার,difference between কি and কী,কি নাকি কী,কি বনাম কী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url