ভিটমেট অ্যাপস: লেটেস্ট ভিটমেট ডাউনলোড করুন ফ্রিতে

ভিটমেট
ভিটমেট অ্যাপস:লেটেস্ট ভিটমেট ডাওনলোড করুন ফ্রিতে!হ্যালো পাঠক ভাইয়েরা,সবাই কেমন আছেন?আমি আল্লাহর রহমতে ভালোই আছি।অনেক দিন পর একটু লেখালেখি করতে বসলাম।আজ আমি আপনাদের কাছে নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি।ভিটমেট অ্যাপটির নাম।

ইউটিউব থেকে ভিডিও ডাওনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে ভিটমেট।জনপ্রিয় হওয়ার কারন সহজে ভিডিও ডাওনলোড করা যায়।শুধু ইউটিউব থেকেই নয় ফেসবুক,ডেইলি-মোসন ইত্যাদি বিভিন্ন ভিডিও শেয়ারিং সাইট থেকেও ভিডিও ডাওনলোড দেয়া যায়।ইউটিউব থেকে ভিডিও ডাওনলোড করার জন্য অধিকাংশ মানুুষই ভিটমেট ব্যবহার করে।

Vidmate home page





নিচের (ভিটমেট ডাওনলোড)লিংকএ ক্লিক করুন এবং সেখান থেকে Download Apk লেখায় ক্লিক করে ডাওনলোড করুন।



Tags:ভিটমেট,ভিটমেট apps download,ভিটমেট ডাউনলোড apps,ভিটমেট এপ ডাউনলোড,ভিটমেট ডাউনলোড করব,ভিটমেট 2019,ভিটমেট অ্যাপস ডাউনলোড করব
ভিডিওঃ
আশা করি বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন।টেকনোলজি বিষয়ক কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।আমরা আপনার কমেন্ট দেখা মাত্রই উত্তর দিয়ে দেয়ার চেষ্টা করবো।প্রযুক্তি বিষয়ক পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।আপনার বন্ধুদের জানিয়ে দিতে পোষ্টটি শেয়ার করুন।
ইংরেজি শিখতে চান?জেনে নিন দ্রুত ইংরেজি শেখার উপায়।হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন?আজ আমি আমার জানা এবং অভিজ্ঞা দিয়ে ইংরেজি শেখার উপায়গুলো শেয়ার করতে চলেছি।বর্তমানে ইংরেজি শেখা যে কতটা গুরুত্বপূর্ণ,এটা বলে বোঝানো কষ্ট হয়ে যাবে।বিশেষ করে যারা কাজ ফ্রিল্যান্সিং করতে আগ্রহী।বিদেশি বায়ারদের সাথে কথা বলার একমাত্র মাধ্যম ইংরেজি।ফ্রিল্যান্সিং নিয়ে আর আমি আগাবো না কারন পোস্ট তাহলে অন্য টপিকে চলে যাবে।অনেকের মুখ থেকে শোনা যায় ইংরেজি খুব কঠিন,ইংরেজি অনেক কঠিন, ইংরেজি শেখা আমার পক্ষে সম্ভব না😖।আমরা ভাবি ইংরেজি শিখতে গেলে পাহাড় সমান উঠার কষ্ট করতে হয়।আসলে ইংরেজি ভাষা মোটেও কঠিন না।আপনি এখন বলতে পারেন"এই মিয়া আমি ১০-১২ বছর পড়ালেখা করে ইংরেজি কিচ্ছু শিখতে পারলাম না আর আপনি বলছেন সহজ"।হ্যা ভাই আমি সত্যি বলছি সহজ।দেখেন ভাই আপনি যখন ছোট ছিলেন তখন কোন বই পড়ে বাংলা শিখছেন?আপনার কোনো বই পড়া লাগে নাই তার কারন আপনার আশে-পাশের পরিবেশ আপনাকে বাংলা শিখিয়েছে।আপনি আপনার ছোট থেকে বড় পর্যন্ত বাংলা ভাষার পরিবেশে ছিলেন।আপনার ছোটবেলায় আপনার মা,ভাই,বোন ইত্যাদি যখন তারা কিছু বলেছে,তখন আপনি কান খাড়া করে শুনেছেন।এভাবেই আপনি বাংলা ভাষা শিখছেন।এমন ছাত্র-ছাত্রী আছে তারা দিনে ইংরেজি এর জন্য দশ মিনিট সময় ও দেয়নি।তাহলে আপনি বলুন তারা কিভাবে ইংরেজি শিখবে। ইংরেজি শেখার জন্য আপনাকে আপনার জীবনকে পরিবর্তন করতে হবে।তো চলুন জেনে আশা যাক। Also read :ব্লগার টেমপ্লেট ফ্রি ডাওনলোড করার জন্য সেরা কয়েকটি ওয়েবসাইট দ্রুত ইংরেজি শেখার উপায় মনকে পরিবর্তন করুন/লক্ষ্য নির্ধারণ করুন আপনার মনকে ঠিক করুন।আপনার মন-মানসিকতা ঠিক না করতে পারলে কখনোই সফল হতে পারবেন না।যেই কাজে আপনার মন নেই সে কাজে সফল হওয়া খুব কঠিন।এই পৃথিবীতে খুব কম লোকই আছে যারা লক্ষ্য ছাড়া বড় হয়েছে।আপনার যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে আপনার সফল হওয়ার সম্ভবনা আছে। কথা-বার্তা আপনি আপনার ভালো বন্ধু/অন্য কেউ এর সাথে ইংরেজিতে কথা বলতে পারেন।আপনি যদি ইংরেজি মোটামুটি কম জানেন তাহলে বাংলিশ এ কথা বলতে পারেন।বাংলিশ বোঝেন নাই?মানে হলো bang+lish= banglish😁আমাদের দেশের অনেকেই বাংলিশে কথা বলে।আপনিও বলতে পারেন কারন এভাবে কথা বললে বিভিন্ন ওয়ার্ড চর্চায় থাকবে।তবে সবার সাথে বাংলিশ এ কথা বলবেন না।কারন সমাজে অনেক লোক আছে যারা স্মার্ট নিয়ে সমালোচনা করে।এ ব্যাপারে খুব সাবধান 😁
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url