বিকাশে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়

ছবিঃ বিকাশ-উইকিপিডিয়া। 
বিকাশে কত টাকা পাঠানো যায়
Bkash বাংলাদেশের মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের জনপ্রিয় একটি পরিষেবা। অনন্য মোবাইল ব্যাংক এর চেয়ে বিকাশের গ্রাহক সংখ্যা বেশি।অনেকেরই  মনে প্রশ্ন থাকে যে,

বিকাশে কত টাকা পাঠানো যায়

কিছুদিন আগে আমি বিকাশ পেজে কমেন্ট করি এবং তারা জানায় যে,
আপনি ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে সেন্ড মানি সেবাটির মাধ্যমে দিনে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা সেন্ড করতে পারবেন এবং সারা মাসে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন। সেন্ড মানির মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ বার এবং মাসে সর্বোচ্চ ১০০ বার টাকা সেন্ড করতে পারবেন।
স্কিনশট দেখে নিনঃ
বিকাশে কত টাকা পাঠানো যায়
ধন্যবাদ আপনাকে আর্টিকেলটি পড়ার জন্য।এই রকম আরো আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।   
Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown January 26, 2022 at 6:50 AM

    কোনো নির্দিষ্ট একাউন্ট থেকে ১০ টা বিকাশ নাম্বারে ৩০২১ টাকা সেন্ড মানি করার পর ৯ টা নাম্বারে টাকা আসলেও ১ টা নাম্বারে টাকা আসে নি। এক্ষেত্রে কি করণীয় হতে পারে?
    জানাবেন, প্লিজ

Add Comment
comment url