স্মার্টফোনের সবচেয়ে ভালো ব্রাউজার কোনটি?নিরপেক্ষ তুলনা


আজকে আমি আপনাদের জানাবো,
অ্যান্ড্রয়েড ব্রাউজার এর সবচেয়ে ভালো ব্রাউজার কোনটি?তবে এটি আমার ব্যক্তিগত মতামত।কিছুদিন আগে আমি Brave ব্রাউজার নামে একটি অ্যাপস এর সন্ধান পাই এবং ইন্সটলও করে দেখি।আমি আমার জীবনে অনেক ব্রাউজারই ইউজ করেছি তবে এটি একটু ভিন্নরকম।
Brave ব্রাউজার এ আমি যেসব সুবিধা পেয়েছি তা নিচে নাম্বার বাই নাম্বার আলোচনা  করছি।
১.আগে আমি ক্রোম ইউজ করতাম।তখন একটা বড় প্রোবলেম ফেইচ করতাম।আসলে আমি বিভিন্ন ব্রাউজার Tab ওপেন করে ব্রাউজ করতাম।যখন এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতাম তখন নতুন করে রিলোড হতো।আগের সব কাজ মুছে যেতো।পাশাপাশি নতুন করে রিলোড নেয়ায় এম্বি খরচ হতো বেশি।আমি জানতাম এটি Processor+ RAM এর সমস্যা।তবে বর্তমানে Brave দিয়ে ৫-৭টা ট্যাব ওপেন করে চালালেও উপরোক্ত সমস্যা হয় না।

২.ক্রোম ব্রাউজারে থাকা-কালীন ওয়েবসাইটের বিরক্তিকর বিজ্ঞাপনের ঝামেলা পোহাতে হতো।Brave browser এ অটোমেটিক অ্যাড ব্লক করা তাই এম্বিও সাশ্রয় হয়।
৩.ঝামেলা বিহীন ডায়নামিক ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।
৪.অ্যাপ এ কোনো বিজ্ঞাপন নেই।
৫.ক্রোম এ ডেক্সটপ ভার্সন এ ভিউ করতে পারতাম।Brave দিয়েও পারি।
এছাড়াও বিভিন্ন সুবিধা পাবেন।আপনি চাইলে নিচের লিংক থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
Download
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আর্টিকেলটি পড়ার জন্য।কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url