কিভাবে বিকাশে টাকা দেখা যায়

কিভাবে বিকাশে টাকা দেখা যায়
বিকাশ
বিকাশ
বিকাশে প্রধানত দুইভাবে টাকা দেখা যায়।একটি হলো USSD কোড ব্যবহার করে আর অন্যটি বিকাশ অ্যাপলিকেশন এর মাধ্যমে।
তো যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা খুব সহজে অ্যাপ দিয়ে টাকা দেখতে পারবেন অন্যরা যারা বাটন ফোন ব্যবহার করেন তারা ইউএসডি কোড এর মাধ্যমে টাকা দেখতে পারবেন।

বিকাশে টাকা দেখার উপায়


তো প্রথমে আমি USSD কোড এর মাধ্যম কিভাবে taka দেখা যায় সেটাই বলবো।

পদ্ধতি-১

  1. প্রথমে আপনার মোবাইল ফোন থেকে *247# ডায়েল করুন।
    Bkash ussd code
    চিত্রঃ bkash ussd code
  2. তারপর My BKash এ যেতে হবে।এজন্য 7 লিখে Send লেখায় চাপ দিন।
    My bkash
    চিত্রঃMy bkash
  3. এখন Check balance এ যেতে হবে।এজন্য 1 লিখে Send লেখায় প্রেস করুন।
    Bkash check balance
    ছবিঃ Bkash check balance  
  4. সবশেষে পিন চাইবে।আপনার বিকাশের সঠিক পিন দিয়ে Send লেখায় ক্লিক করলেই আপনার বিকাশ একাউন্ট এ কত টাকা আছে তা দেখতে পারবেন।
    বিকাশ পিন
    চিত্রঃ বিকাশ পিন

বিকাশ টাকা

পদ্ধতি-২

যদি আপনার স্মার্টফোন থাকে তাহলে বিকাশের অফিসিয়াল অ্যাপ দিয়ে খুব সহজেই টাকা দেখতে পারবেন।
  1. এজন্য বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন।
  2. Install BKash
  3. তারপর বিকাশ নাম্বার ও পিন দিয়ে লগইন করুন।
  4. সবশেষে,ব্যালেন্স জানতে ট্যাপ করুন লেখায় ক্লিক করলেই দেখতে পাবেন বিকাশ একাউন্টের টাকা 😍 
    bkash app balance
     
এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন।উপকৃত হলে ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url