ফেসবুকে ফেক আইডি খোলার নিয়ম-আর হবে না ফেসবুক ফেক আইডি নষ্ট

আপনি কি ফেক আইডি খুলেছিলেন এবং কয়েকদিন পর আইডি হারিয়ে গেছে?
আজকে আমি এমন কিছু ট্রিক বলে দিবো যা দিয়ে আপনি ফেক আইডি খুলে ফেসবুকে দাপিয়ে বেড়াতে পারবেন😍
হ্যা সত্যি বলছি!কিছু টেকনিক খাটালে ফেসবুককেও বোকা বানানো সহজ😱।আমি আপনাকে সেই ট্রিকই দিচ্ছি যা দিয়ে আপনি অবৈধ কাজ/অনৈতিক কাজ করতে পারেন😥<
ফেসবুক ফেক
ছবিঃ ফেসবুক
আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ কোনো খারাপ কাজ করবেন না।ধোকা অনেক বড় পাপ।

আর করলেও আখিরাতে আমি দায়ী থাকবো না।এই শর্তে আপনি যদি পোস্টটি পড়তে চান তাহলে পড়ুন।😎
তো যাইহোক,ফেক একাউন্ট খুলে ফেসবুকে দাপিয়ে বেড়ানোর জন্য কিছু কৌশল আমাদের ব্যবহার করতে হবে।তাহলেই এনাফ 😍

ফেসবুকে ফেক আইডি খোলার নিয়ম

জেন্ডার Male করে দিন😁

অবাক হচ্ছেন?জেন্ডার যদি male থাকে তাহলে female করে দিন।অনেকেই আছে যারা নাম দেখেই কুপাকাত,জেন্ডার দেখার প্রয়োজনই পড়ে না😇।

আর যদি কেউ বলে,জেন্ডার male কেন? আপনি বলবেন ভুলে দিয়ে দিছি!এখন চেঞ্জ করতে পারছি না🤫

ফেসবুক female আইডির উপর একটু বেশি নজর রাখে।আর তা যদি হয় ফেক👃।তাহলে ধরে নিন সাসপেন্ড।আর যদি famale কে male করে দেন তাহলে ফেসবুকে দাপিয়ে বেড়ালেও সন্দেহ করবে না।যদি কেউ রিপোর্ট না করে।

Profile picture

প্রোফাইল পিকচার দেয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে।অন্য কোনো আইডি থেকে ফটো ডাউনলোড করে নিজের আইডিতে না দেয়ার চেষ্টা করবেন।
ফুলের ছবি,লাভ ছবি,ডল এর ছবি,নেচার ছবি এসব দিলে ভালো হয়।এগুলা দিলে সমস্যা হবে না আশা করি।

Active status

ছেলেরা যখনই চ্যাটলিস্টে মেয়েদের নাম পায় তখন Hi,Hlw এসব লিখে।তাই আপনি Active status অফ করে দিবেন।তাহলে আর আপনাকে কেউ hi/Hello লিখবে না।
কিছু পাগল আছে লিখতেই থাকে তখন উত্তর না দিয়ে পারবেন না।কথা-কাটাকাটি হলে রিপোর্ট মেরে চলে যাবে।
আর এটা অফ করলেও সমস্যা নাই কারন আপনি যার সাথে কথা বলবেন তাকে hi লিখলেই হবে।😍

Friends

একাউন্ট খুলেই অনেকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে থাকে।আরে ভাই!আপনি ভুলে যাচ্ছেন কেন যে,আপনার আইডিটা ফেক
এখানে আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে হবে না।আপনার কাজ ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট করা।প্রতিদিন ১০ টা ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাবেন তাহলেই এনাফ।
 অনেকেরই লক্ষ থাকে যে,৫ হাজার ফ্রেন্ড বানিয়ে পেজে কনভার্ট করে ফেলবে।
বেশি ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠালে বিপদ বাড়বেই।মনে রাখবেন আপনি মেয়ে নাম দিয়ে আইডি খুলেছেন আপনার দায়িত্ব ফ্রেন্ড রিকুয়েষ্ট একসেপ্ট করা আর ছেলেদের ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো😁।  

Account Name

একাউন্টের নাম আপনি যা খুশি তাই দিতে পারেন সমস্যা নাই।বাংলা,ইংরেজি,আরবি আপনার ইচ্ছা।তবে একটু ভাইরাল নাম দিন ভালো হবে🤣
যেমন নুসরাত জাহান,ইসরাত জানান,লায়লি আক্তার ইত্যাদি ইত্যাদি।নামের আইডি লাগলে নিচের লিংক এ ক্লিক করে দেখে আসতে পারেন।

অন্যান্য

ফেসবুক এ ডুকলেন,কাজ শেষ হলো বেড়িয়ে এলেন।এমনটা হওয়া ঠিক নয়।কিছু টাইম দিন যেমন টাইমলাইনে দুই-চারটা লাইক দিন, কমেন্ট করুন, ফটো দেখুন 😇
সবশেষে আবারও বলছি, কাউকে ধোকা দেয়া অবশ্যই অন্যায়।এই দুনিয়ায় বেচে গেলেও আখিরাতে অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে। 
ফেইক আইডি,ভুয়া আইডি,ফেইক একাউন্ট,ভুয়া একাউন্ট,ফেইচবুক
Next Post Previous Post
1 Comments
  • Nirob Islam
    Nirob Islam June 7, 2020 at 9:21 PM

    নাইস পষ্ট

Add Comment
comment url