ছন্দে ছন্দে কারক মনে রাখার কৌশল | কারক ও বিভক্তি

ছন্দে ছন্দে কারক মনে রাখার কৌশল

 কারক


S.O.T.G.F/W.T/P

S = Subject= কর্তৃ কারক

O = Object= কর্ম কারক

T = Tool= করণ কারক

G = Gift= সম্প্রদান কারক

F/W= From What= অপাদান কারক

T/P = Time / Place= অধিকরণ কারক

অর্থাত্, বাক্যের কর্তাই কর্তৃ কারক।

কর্তা যা নিয়ে কাজ করে তা হল কর্ম কারক

এবং যা দিয়ে বা যে যন্ত্র দিয়ে কাজটি করা হয় তাই

করণ কারক। স্বত্ব ত্যাগ করে যা দান করা হয় তা হল

সম্প্রদান কারক। যা হতে বা থেকে বোঝায় তা হল

অপাদান আর সময় বা স্থান হল অধিকরণ কারক।

ছন্দে ছন্দে কারক মনে রাখার কৌশল


যে করে সে কর্তা ,

কর্তা যা করে তা কর্ম।

কর্তাকে সাহায্য করা করণের ধর্ম ,

শর্ত তাগ করে করিলে দান ,

তা কারক হবে সম্প্রদান।

হতে, থেকে , চেয়ে অপাদান হয়,

স্থান , কাল, পাত্র অধিকরণ কারক কয়।

আরেকটি ছন্দ

এবং ও আর কে দন্দ ধরে,

যে সে যিনি তিনি কর্মকরে,

যাহাতে তাহাতে বহুব্রিহি বুঝি,

সংখ্যা জুগে দিগু খুজি,অব্যয় যোগে অব্যয়ী ভাব,

তৎপুরুষে বিভক্তির ছাপ

সংগ্রহীত: sbshahidcadet

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url