অনার্স কত বছর পড়তে হয়

অনার্স
ছবিঃ honours

অনার্স শেষ করতে কত বছর লাগে


অনার্স এ ৪টি বর্ষ অর্থাৎ ১ম,২য়,৩য় এবং ৪র্থ বর্ষ।
এই চারটি বর্ষ শেষ করতে ৪ বছর সময় লাগবে
তাই অনার্স ৪ বছর পড়তে হয়
অন্যদিকে ডিগ্রী শেষ করতে ৩ বছর লাগে।
অর্নার্স শিক্ষার্থীদের মাস্টার্স করতে ১ বছর লাগে।
অনার্সসহ মাস্টার্স শেষ করতে মোট ৫ বছর(৪+১) লাগবে।
ডিগ্রী শিক্ষার্থীদের মাস্টার্স শেষ করতে ২ বছর সময় লাগে।
ডিগ্রীসহ মাস্টার্স শেষ করতে মোট ৫ বছর (৩+২) টাইম লাগে।
Honours এবং Degree নিয়ে সুন্দর একটি ভিডিও দিয়ে দিচ্ছি যাতে থাকছে বিস্তারিত তথ্য

এ বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন।উপকৃত হলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন।
Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown March 7, 2021 at 11:31 PM

    আমি ১৮ - ১৯ শিক্ষাবর্ষে অনার্স এ ভর্তি হয়েছি তবে ১৮ -১৯ এবং ১৯-২০ শিক্ষাবর্ষে পরিক্ষায় অংশগ্রহণ করিনি এখন আমি কি ২০-২১ শিক্ষাবর্ষে অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবো?

  • Mahadi hasan
    Mahadi hasan January 17, 2022 at 11:02 AM

    আমি ২০১২-২০১৩ এর শিক্ষার্থী প্রথম ইয়ার প্রমোশন হই নাই,পরে আবার দিছি পরে দ্বিতীয় ইয়ার দিয়ে আর পরিনি, এখন কি আমি চাইলে ওইখান থেকে শুরু করতে পারবো??

Add Comment
comment url