Third person singular number কী এবং কি কি বিস্তারিত

Third person singular number কী এবং কি কি
আপনি যদি ইংরেজি শিখতে আগ্রহী হন তাহলে আপনার Third person singular number কী এবং কি কি চেনা আবশ্যক।

এটা খুবই সহজ একটি বিষয়।কঠিন কিছুই নয়।

আজ আমরা খুব মজার সাথে বিষয়টা জানবো।

তাই আপনার উচিৎ মনোযোগ সহকারে পুরো আর্টিকেলটি পড়া।

এটা পরিষ্কারভাবে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে 3rd person কী?

3rd person singular number কী


আমি,আপনি এবং আমরা বাদে যারা আছে তারাই Third Person

যেমনঃ He(সে),She(সে),They(তারা),Rahim(রহিম),Karim(করিম)ইত্যাদি।

  1. He loves Jorina - সে জরিনাকে ভালোবাসে।
  2. She loves Rahim - সে রাহিমকে ভালোবাসে।
  3. They play football - তারা ফুটবল খেলে। 
  4.  Rahim reads in class 4 - রহিম ক্লাস ৪ এ পড়ে।
  5.  He Sleeps at 8 o'clock. - সে ৮টায় ঘুমায়।


  • 1st Person: I & We
  • 2nd Person: You
  • 3rd Person: বাকি সব।   


আশা করি,আপনি বুঝতে পেরেছেন।

চলুন এবার আলোচনা করি Singular Number নিয়ে।

Singular Number কী? 


আপনারা অনেকেই, বাংলা ব্যকরণ  এর একবচন এবং বহুবচন এর সাথে পরিচিত আছেন।

একের অধিক মানে বহুবচন।ইংরেজতে একবচন মানে Singular এবং বহুবচন মানে Plural Number

চলুন উদাহরণ সহকারে বুঝি,

  

আমি - এখানে "আমি" বলতে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে।তাই এটি একবচন।

আমরা - এখানে "আমরা" বলতে অনেক ব্যক্তিকে বোঝাচ্ছে।তাই এটি বহুবচন।

তুমি -  এখানে "তুমি" বলতে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে।তাই এটি একবচন।

তোমরা - এখানে "তোমরা" বলতে অনেক ব্যক্তিকে বোঝাচ্ছে।তাই এটি বহুবচন।

3rd person + singular number

📌 He lives in Turkey -  সে তুরষ্কে বাস করে।

বিশ্লেষণঃ আমরা জানি যে, আমি,আপনি এবং আমরা ছাড়া সবাই 3rd Person

তাই "He" 3rd person এবং He মানে সে,একজনকে বোঝাচ্ছে তাই এটি Singular number

বাক্যে Subject যদি 3rd Person singular number হয় তাহলে Verb(কাজ) এর সাথে s/es যোগ হয়।উপরোক্ত ব্যক্যে live হচ্ছে ভার্ব।তাই live এর সাথে s যোগ হয়ে lives হয়েছে।    

 

📌 They go to school at 10 o'clock -  রহিম ১০টায় স্কুলে যায়।

বিশ্লেষণঃ আমরা জানি যে, আমি,আপনি এবং আমরা ছাড়া সবাই 3rd Person

তাই "They" 3rd person এবং তারা মানে অনেকজনকে বোঝাচ্ছে তাই এটি Plural Number

যেহেতু বাক্যে Subject 3rd Person Plural number তাই go এর সাথে es যোগ হয়নি। 

📌 Rahim goes to school at 10 o'clock -  রহিম ১০টায় স্কুলে যায়।

বিশ্লেষণঃ আমরা জানি যে, আমি,আপনি এবং আমরা ছাড়া সবাই 3rd Person

তাই "Rahim" 3rd person এবং রহিম মানে একজনকে বোঝাচ্ছে তাই এটি Singular number

বাক্যে Subject যদি 3rd Person singular number হয় তাহলে Verb(কাজ) এর সাথে s/es যোগ হয়।উপরোক্ত ব্যক্যে goes হচ্ছে ভার্ব।তাই go এর সাথে es যোগ হয়ে goes হয়েছে।

Third person singular number কি কি


  1. He
  2. She
  3. It
  4. যে কোন একবচন Noun
  5. The এর পরে একবচন Noun
  6. Rofiq,Karim,Korim,Mita,Sabiha ইত্যাদি।
  7. My, His, Her,Your, Which, Whose,Our, Their এদের পরে একবচন Noun
  8. Each, Every, One of, None, No none, Some one, Somebody, Anyone
  9. Anybody, No one, Nobody এ গুলো দিয়ে বাক্য শুরু হলেও Present Indefinite Tense এ মূল verb এর সাথে s বা es যুক্ত হয়।

উল্লেখ্য,আপনার যদি ইংরেজি গ্রামারের Person ও Number  সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে বুঝতে সুবিধা হবে।যদি না জেনে থাকেন তাহলে নিচের লিংক থেকে Person ও Number  সম্বন্ধে জেনে নিতে পারেন।


Person কি ? Person কাকে বলে ? Person কত প্রকার ও কি কি ?


Number


Do,did,does এর ব্যবহার




আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেখেছে।না বুঝলে কমেন্ট করুন।শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url