জেনে নিন একটি আইডি কার্ড দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়
অনন্য মোবাইল ব্যাংক এর চেয়ে বিকাশের গ্রাহক সংখ্যা বেশি।
অনেকের মনে প্রশ্ন থাকে যে,
একটি জাতীয় পরিচয় পত্র(nid) দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়?
একটি Nid দিয়ে কেবল একটি BKash একাউন্টই খুলতে পারবেন।কিছুদিন আগে আমি বিকাশ পেজে কমেন্ট করি এবং তারা জানায় যে,
রেগুলেটরি নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক মাত্র একটি বিকাশ একাউন্ট চালু রাখতে পারবেন৷ভিডিওঃ
একি আইডি কার্ডে অনেক গুলো বিকাশ একাউন্ট থাকে।
দুইটা নাম্বার এ একটা NID দিয়ে দুইটা বিকাশ একাউন্ট খুলা যায়না??
অবশ্যই না
This comment has been removed by a blog administrator.
আমার এয়ারটেল সিমে একটা বিকাশ একাউন্ট খোলা কিন্তু এয়ারটেল সিম ব্যবহার করা হয় না।
গ্রামীণ সিমে একটা একাউন্ট খুলতেচাই কি করা লাগবে
কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি!আপনি বিকাশ হেল্পলাইন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করে দেখতে পারেন
ফেসবুক পেইজের এডড্রেস কী?
page permalink বলে।
আমার টেলিটক নাম্বারে বিকাশ একাউন্ট নাই কিন্তু এই নাম্বারে টাকা বিকাশ করেছে ।আমি ৭২ ঘন্টার মধ্যে একাউন্ট খুলতে পারিনি।
এখন ঐ টাকা কী হবে?? কীভাবে প্রাপক বা প্রেরক টাকা ফেরত পাবো??
ভাই,বিকাশ হেপ্ললাইনে যোগাযোগ করুন
আমার একাউন্ট The pin of the customer has expeired দেখায়।তাহলে আমি কি ঐ আইডি কার্ড দিয়ে আবার একাউন্ট খুলতে পারি।