বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন করার সহজ উপায় | মালিকানা পরিবর্তন


বিকাশ
আপনি যদি বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এই ব্লগ পোষ্ট আপনার জন্য।

আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো যে,কিভাবে বিকাশ মালিকানা অথবা একাউন্টের নাম্বার পরিবর্তন করবেন।

এটি খুবই সহজ কাজ!কঠিন কিছুই নয়!এজন্য ধৈর্য সহকারে পুরো লেখা পড়ুন

বিকাশ একাউন্ট নাম্বার পরিবর্তন করার নিয়ম

বাস্তব অভিজ্ঞতা👇


নতুন সিম ক্রয় করায় পুরনো সিম বাদ করে দেই।

কিন্তু সেই সিমে Bkash একাউন্ট ছিলো।তাই দোটানায় পড়ে যাই। 

একবার পুরোনো সিম আরেকবার নতুন সিম!কি যে করি?বুজতে পারছিলাম না। 

 এরপর বিকাশ হেল্পলাইনে কল দিলাম।

ভোটার আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে তাদের কাষ্টমার কেয়ারে যেতে বললো।

আমিও চলে গেলাম জেলা শহরে।

কিন্তু কাষ্টমার কেয়ার যে কোথায়?তা আমি জানতাম না। তাই রাস্তার অনেক দোকানদারের হেল্প নিলাম।

অতঃপর পৌছে গেলাম কাষ্টমার কেয়ারে।কিন্তু আবার সমস্যা!😉

দারোয়ান বললো,No mack No service  😱

মাস্ক কিনতে গেলাম, ৫টাকার মাস্ক ১০ টাকা চাইলো 😶

অনেক দামাদামির পর ৫টাকা দিয়েই নিলাম😃

ভেতরে প্রবেশ করলাম  তারা আমাকে হ্যান্ড স্যানেটাইজ দিলো হাত পরিষ্কার করার জন্য।

তারপর চোখের রেটিনা পরিক্ষা করলো।আমার নাম্বার চাইল আমি বললাম এবং ভেরিফিকেশন করলাম।

একটি টোকেন নাম্বার দিয়ে অপেক্ষা করতে বললো।আমার টোকেন নাম্বার ধরে আমাকে ডাকা হলো।

আমি আমার সমস্যার কথা বললাম।আমাকে বলা হলো,একাউন্টের টাকা ০ করতে

 ভার্গিস একাউন্টে টাকা ছিলো না😂

আমার ভোটার আইডি কার্ড চাইল আমিও দিলাম।

আরো কিছু তথ্য জানতে চাইল আমি সব বললাম।অতঃপর আমার  বিকাশ একাউন্ট বন্ধ করে দিলো।

নতুন সিম ফোনে লাগাতে বললো।

তারপর আবার নতুন করে বিকাশ খুলে দিলো।

সবশেষে,

আমাকে একটি চাবির রাখার e (চাবির ছড়া) দেয়া হলো।😁🤣

বিকাশ নাম্বার বা মালিকানা পরিবর্তন করতে যা যা প্রয়োজন


  1. দুটি সিমই সঙ্গে করে নিয়ে যাবেন।মানে যে সিমে বিকাশ রয়েছে এবং যে সিমে বিকাশ নিতে চান
  2. স্মার্টফোন থাকলে সঙ্গে করে নিয়ে যাবেন।
  3. NID অথবা NID এর ফটোকপি নিয়ে যাবেন।
  4.  বিকাশ একাউন্টের ব্যালেন্স 0 করে নিবেন।
  5. মাস্ক পড়ে যাবেন যেহেতু করোনা টাইম। 
যা যা দরকার তা নিয়ে কাস্টমার কেয়ারে যাবেন।

কঠিন কিছু নয়!আশা করি আপনি সফল হবেন ইনশাআল্লাহ

ভিডিও 👇



Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown December 4, 2021 at 7:29 AM

    Bikas number change

Add Comment
comment url